১১ হাজার মে.টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রামে
Published: 13th, February 2025 GMT
ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে এইচটি ইউনিট নামের একটি কার্গো জাহাজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাহাজটি বন্দরের বহিঃনোঙ্গরে নোঙ্গর করেছে। আগামীকাল দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন চাল কেনা হয়েছে। প্যাকেজ-৫ এর আওতায় কেনা এই চালের প্রথম চালানে ১১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল নিয়ে পানামার পতাকাবাহী এইচটি ইউনিট কার্গো জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে। আগামীকাল থেকেই জাহাজ থেকে চাল খালাসের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
বিদূর্শী চাকমা বলেন, “ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দরে বাংলাদেশের জন্য এই চাল জাহাজে লোড হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা আছে। এরপর শুরু হবে চাল খালাস। পরবর্তী ধাপে ভারত থেকে আরও ৩৯ হাজার টন চাল দেশে আসবে।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসবের মধ্য দিয়ে শেষ হলো যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতা
উৎসবের মধ্য দিয়ে শেষ হলো যমুনা গ্রুপের উদ্যোগে বার্ষিক বোলিং প্রতিযোগিতা-২০২৫। মঙ্গলবার দেশের অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে অনুষ্ঠিত দুদিনব্যাপী এই খেলা শেষ হয়। এতে চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস এবং রানার্সআপ অ্যাকাউন্টস-এ সহ চূড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের হাতে ট্রফি ও অর্থপুরস্কারের রেপ্লিকা তুলে দেন সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল বলেন, ‘এখানেই শেষ নয়। বোলিংয়ের পর এবার ফুটবলের পালা। আপনারা সবাই প্রস্তুত থাকবেন যমুনা গ্রুপের ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। শিগগিরই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করব।’
আগের দিন যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে যমুনা গ্রুপের ২০টি দলের অংশগ্রহণে শুরু হয় বোলিং প্রতিযোগিতা। প্রাথমিক লড়াই শেষে শীর্ষ ছয়টি দল ওঠে চূড়ান্ত পর্বে। দলগুলো হলো- ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস, অ্যাকাউন্টস-এ, হোলসেল ক্লাব, যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি, হুরাইন এইচটিএফ এবং অডিট। কাল ছয় দলের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ১৩৯৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস। অ্যাকাউন্টস-এ দল ১৩৫৫ স্কোর করে রানার্সআপ হয়। এছাড়া ১৩২৭ পয়েন্টে যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি দল তৃতীয়, ১৩২৩ পয়েন্টে হোলসেল ক্লাব দল চতুর্থ, ১২৯০ পয়েন্টে হুরাইন এইচটিএফ দল পঞ্চম এবং ১১৮৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছে অডিট দল। চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দল দুই লাখ, তৃতীয় হওয়া দল এক লাখ এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল যথাক্রমে ৭৫, ৫০ ও ২৫ হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছে। এছাড়া ছয়টি দলকেই দেওয়া হয়েছে আকর্ষণীয় ট্রফি। সংবাদ বিজ্ঞপ্তি