১১ হাজার মে.টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রামে
Published: 13th, February 2025 GMT
ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে এইচটি ইউনিট নামের একটি কার্গো জাহাজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাহাজটি বন্দরের বহিঃনোঙ্গরে নোঙ্গর করেছে। আগামীকাল দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন চাল কেনা হয়েছে। প্যাকেজ-৫ এর আওতায় কেনা এই চালের প্রথম চালানে ১১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল নিয়ে পানামার পতাকাবাহী এইচটি ইউনিট কার্গো জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে। আগামীকাল থেকেই জাহাজ থেকে চাল খালাসের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
বিদূর্শী চাকমা বলেন, “ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দরে বাংলাদেশের জন্য এই চাল জাহাজে লোড হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা আছে। এরপর শুরু হবে চাল খালাস। পরবর্তী ধাপে ভারত থেকে আরও ৩৯ হাজার টন চাল দেশে আসবে।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের কোচটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে লাইনচ্যুত হওয়া শেষ কোচটি বিচ্ছিন্ন করে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে। পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়াতে এক ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।