মুন্সীগঞ্জে একটি পুকুর থেকে ২৩ দিন নিখোঁজ থাকা রোমান শেখ (১৫) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সেনাবাহিনী ও র্যামবের উপস্থিতিতে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের একটি পুকুর থেকে সিমেন্টের খুঁটি বাঁধা অবস্থায় বস্তাবন্দি রোমানের লাশ উদ্ধার করা হয়। রোমান গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

রোমান সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এক ভাই দুই বোনের মধ্যে রোমান সবার ছোট। অভাবের কারণে সে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত।

২১ জানুয়ারি গ্রাম থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রোমান নিখোঁজ হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি সিরাজদীখান থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন রোমানের বাবা। আসামিরা হলো– রোমানের পূর্বপরিচিত মো.

সিয়াম, মানিক শেখ ও মো. রাসেল। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করলেও এতদিন রোমানের হদিস মেলেনি। এর মধ্যে এক আসামি জামিনে বের হলে গ্রামবাসী ও নিহতের সহপাঠীরা গত বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা রোমানের সন্ধান দাবিতে অতর্কিত হামলা চালিয়ে সিরাজদীখান থানা ও এএসপির কার্যালয় ভাঙচুর করেন। তারা রোমানের সন্ধান দিতে প্রশাসনকে তিন দিনের আলটিমেটামও দেন। 

ছয়গাঁও গ্রামের স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মামলার প্রধান আসামি জেলহাজতে থাকা মো. সিয়াম ওরফে জিহাদের বাড়ির পাশের পুকুরে বস্তাবন্দি একটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি নিখোঁজ রোমানের বলে শনাক্ত করে। এর পরই গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হামলা চালিয়ে প্রধান আসামি সিয়ামের বাড়িঘর ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেন। গ্রামবাসীর দাবি, সিয়ামসহ তার সহযোগীরা রোমানকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে তাতে সিমেন্টের খুঁটি বেঁধে পুকুরের পানিতে ফেলে দিয়েছিল। 

সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, বৃহস্পতিবার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সিয়ামের বাড়ির বসতঘরের পাশের পুকুরে সিমেন্টের খুঁটি বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গেলে বিক্ষুব্ধ লোকজন আসামি সিয়ামের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন দেয়। স্থানীয়রা উত্তেজিত থাকায় লাশ উদ্ধারে বিলম্ব হয়। পরে দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।  


 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ববি উপাচার্যের দপ্তরে তালা এক দল শিক্ষার্থীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের দপ্তরে তালা দিয়ে জিলাপি বিতরণ করেছেন এক দল শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ৩০ জনের মতো শিক্ষার্থী ভিসির দপ্তরে তালা দেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বানচাল করতে ছাত্রশিবির এ কাজ করেছে বলে অভিযোগ করেছেন কিছু শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরে তালা লাগানোর পর প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। তাদের ব্যানারে লেখা ছিল– আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের লক্ষ্যে গোপন সিন্ডিকেট সভা আহ্বানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। তালা লাগানোর পর বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে জিলাপি বিতরণ করেন। উপাচার্যের পদত্যাগ চেয়ে স্লোগানও দেন। 

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ভিসিবিরোধী একটি আন্দোলন হয়েছিল। সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভিসি বলেছিলেন, তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। পরে তিনি কথা রাখেননি। আমরা এর কোনো ব্যাখ্যা চাই না। আমাদের এক দাবি–ভিসির পদত্যাগ। 

তবে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল বলেন, একটি স্বার্থান্বেষী মহল ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার জন্য সাধারণ শিক্ষার্থী নাম ব্যবহার করে উপাচার্যের দপ্তরে তালা মেরেছে। শুক্রবার সিন্ডিকেট সভায় কী সিদ্ধান্ত হবে, তা আন্দোলনকারীরা এক দিন আগে কীভাবে জানল? তিনি আরও বলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানীর সঙ্গে উপাচার্যের প্রকাশ্যে বিরোধ চলছে। উপাচার্যবিরোধী শিক্ষকদের কেউ শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন। আরেক শিক্ষার্থী মো. আশিকুজ্জামান জানান, উপাচার্যের কক্ষে তালা দেওয়া শিক্ষার্থী বেশির ভাগই শিবিরকর্মী। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্ক নেই। 

বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ক্যাম্পাসে বিচারহীনতার সংস্কৃতির কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। ক্যাম্পাসে বিভিন্নভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরে তালা দিয়েছেন। এর সঙ্গে শিবিরের সম্পর্ক নেই। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, শুক্রবার সিন্ডিকেট সভায় উদ্দেশ্যপ্রণোদিত কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে– এমন ধারণায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে বলে শুনেছি। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আমার বিরোধের কোনো সম্পর্ক নেই। 

উপাচার্য ড. শুচিতা শারমিন বলেন, যারা পতিত স্বৈরাচারের ভাবনাকে এখনও লালন করে, তারা গণমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। অবুঝ শিক্ষার্থীরা স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হচ্ছে। 

সম্পর্কিত নিবন্ধ