ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে পৌঁছেই আজ বৃহস্পতিবার সকালে দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করায় তুলসীকে অভিনন্দন জানিয়েছেন মোদি।

যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদির দুই দিনের সফরে অনেক কর্মসূচি রয়েছে। আজ সকালে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলসীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তাঁর কর্মব্যস্ত সফর শুরু হলো। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করলাম। মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি। ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের নানা দিক নিয়ে আলোচনা করেছি। তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের দৃঢ় সমর্থক।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। তুলসী গ্যাবার্ডের মনোনয়নকে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনতুলসী গ্যাবার্ড হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান, ট্রাম্পের আরেক বিজয়১০ ঘণ্টা আগে

মোদি আজ সকালে ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় তাঁকে স্বাগত জানান। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে এক্সে এক পোস্টে মোদি লেখেন, ‘শীতের ঠান্ডায় এ এক উষ্ণ অভিনন্দন। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে ওয়াশিংটন ডিসির প্রবাসী ভারতীয়রা আমাকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

আরও পড়ুনট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় মোদি৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টন ড স

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতা আল মামুন মণ্ডল (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ধাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে আল মামুনের লাশ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন ও স্থানীয় লোকজন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। রাত আটটার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আল মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে। তিনি ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।

নিহত মামুনের বাবা মান্নান মণ্ডল বলেন, ‘কয়েক বছর থেকে দলের সঙ্গে মামুনের সক্রিয়তা নেই। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল। আমি এই হত্যার বিচার চাই।’

নিহত আল মামুন মণ্ডল

সম্পর্কিত নিবন্ধ