এভারটনের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ ড্র করে লিভারপুল। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি ছড়িয়ে পড়ে ডাগআউটেও। এই বিশৃঙ্খলার মধ্যেই রেফারির সঙ্গে অসদাচরণ করায় লিভারপুল কোচ আর্নে স্লট লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে এভারটনের আব্দুলায়ে ডোকুর উসকানিমূলক উদযাপন ঘটনার সূত্রপাত করে। রেফারি মাইকেল অলিভার এরপর চারজনকে লাল কার্ড দেন—লিভারপুলের কুর্টিস জোন্স, কোচ আর্নে স্লট, সহকারী কোচ সিপকে হালশঅফ এবং এভারটনের ডোকুরকে।

স্লটের লাল কার্ডের কারণ হিসেবে জানানো হয়েছে, রেফারির সঙ্গে হাত মেলানোর সময় তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। লাল কার্ড দেখার পর তিনি কোনো গণমাধ্যমে কথা বলেননি এবং পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনেও উপস্থিত হননি।

এই শাস্তির ফলে স্লটকে দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ করা হয়েছে। এতে আগামী রোববার উলভারহ্যাম্পটনের বিপক্ষে এবং ১৯ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না।

প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'মার্সিসাইড ডার্বি শেষে আপত্তিকর, অবমাননাকর ও অশালীন ভাষা ব্যবহারের কারণে লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে লাল কার্ড দেখানো হয়। এ কারণে তাকে দুই ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'

সহকারী কোচ হালশঅফও নিষেধাজ্ঞায় পড়েছেন, ফলে উলভস ও ভিলার বিপক্ষে লিভারপুলের ডাগআউটে দেখা যেতে পারে আরেক সহকারী কোচ জন হেইটিঙ্গাকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কারাগারে রাখার জন্য ভেনেজুয়েলার ২৩৮ নাগরিককে এল সালভাদরে পাঠাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির এক বিচারক তাদের প্রত্যর্পণ না করতে নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও তাদের প্রত্যর্পণ করা হয়েছে। ভেনেজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন  ট্রাম্প প্রশাসনের এই কাজের সমালোচনা করেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লিখিত ব্যক্তিদের প্রত্যর্পণের কথা পৃথকভাবে নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নায়েব বুকেলে লিখেছেন, প্রত্যর্পণ করা ব্যক্তিদের মধ্যে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের  ২৩৮ সদস্য রয়েছে। আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এমএস-১৩ এর সদস্য রয়েছে ২৩ জন।

এসব ব্যক্তিকে বিমানবন্দর থেকে এভাবে নিয়ে যাওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ