Risingbd:
2025-03-16@21:39:06 GMT

রোমান্টিক পাঁচ সিনেমা

Published: 13th, February 2025 GMT

রোমান্টিক পাঁচ সিনেমা

হলিউডের ফ্যান্টাসি-অ্যাকশন ঘরানার সিনেমা দেখে দর্শক যেমন বিস্মিত হন, তেমনি প্রেমের সিনেমা দেখেও মুগ্ধতার শেষ নেই! শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। তার আগে দেখে নেওয়া যেতে বিশ্বখ্যাত পাঁচ রোমান্টিক সিনেমা।

ক্যাসাব্লাঙ্কা
মাইকেল কার্টিজ নির্মিত সিনেমা ‘ক্যাসাব্লাঙ্কা’। ১৯৪২ সালে মুক্তি পায় এটি। এতে অভিনয়ে করেছেন— হাম্ফেরি বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান, পল হেনরিড, ক্লাউডি রেইনস, কনরাড ভেইদ, পিটার লরে প্রমুখ। বলা যায়, কীভাবে প্রেমে পড়তে হয়, ভালোবাসতে হয়, বিংশ শতাব্দীতে তা শিখিয়েছে এই সিনেমা।

ব্রিফ এনকাউন্টার
নোয়েল কাউওয়ার্ডের লেখা ‘স্টিল লাইফ’ নাটক অবলম্বনে ‘ব্রিফ এনকাউন্টার’ সিনেমা নির্মাণ করেন ডেভিড লিন। ১৯৪৫ সালে মুক্তি পায় এই ব্রিটিশ রোমান্টিক সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— সিলিয়া জনসন, ট্রেভর হাওয়ার্ড, স্ট্যানলি হলওয়ে প্রমুখ।

আরো পড়ুন:

গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়

গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা

টু ক্যাচ আ থিফ
আলফ্রেড হিচকক নির্মিত আলোচিত সিনেমা ‘টু ক্যাচ আ থিফ’। ডেভিড ডজের লেখা ‘টু ক্যাচ আ থিফ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এটি। ১৯৫৫ সালে মুক্তি পায় এটি। সত্তর বছর আগে মুক্তি পেলেও ভালোবাসার অনবদ্য উপস্থাপনা এখনো দর্শক হৃদয়ে গেঁথে আছে। সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেন— ক্যারি গ্র্যান্ট, গ্রেস কেলি, জেসি রয়েস, জন উইলিয়ামস প্রমুখ।

টাইটানিক
হলিউডের বরেণ্য নির্মাতা জেমস ক্যামেরন। এ পরিচালকের সিনেমা মানেই অসাধারণ আর ব্লকবাস্টার। জেমস ক্যামেরন নির্মিত সবচেয়ে আলোচিত, বিখ্যাত আর নজরকাড়া সিনেমাগুলোর অন্যতম ‘টাইটানিক’। ব্যয়বহুল এ সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পায়। বিশ্বের রোমান্টিক সিনেমার প্রসঙ্গ উঠলেই এই সিনেমার নাম চলে আসে। এতে জুটি বেঁধে অভিনয় করেন— লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।

আ স্টার ইজ বর্ন
ব্র্যাডলি কুপার ‘আ স্টার ইজ বর্ন’ সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র পরিচালক হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। ২০১৮ সালে মুক্তির পর রোমান্টিক এই সিনেমা দর্শক হৃদয়ে নাড়া দেয়। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেন এই নির্মাতা। তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন— লেডি গাগা, অ্যান্ড্রু ডাইস ক্লে, ডেভ চ্যাপেল, স্যাম ইলিয়ট প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী

‘আমলনামা’ চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর মেয়র একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন চিত্রনির্মাতা রায়হান রাফী।
১৩ মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমাটি। ট্রেলার দেখে দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে একরামুলের ঘটনার মিল খুঁজছেন। তবে তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফী।
আজ রোববার দুপুরে প্রথম আলোকে রায়হান রাফী বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’ তাঁর ভাষ্যে, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।’

আরও পড়ুন‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’...‘আমলনামা’ সিনেমায় কিসের ইঙ্গিত১০ মার্চ ২০২৫‘আমলনামা’ এর দৃশ্যে জাহিদ হাসান

সম্পর্কিত নিবন্ধ

  • সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই: রাফী
  • ‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী