মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতার প্রতিদ্বন্দ্বিতায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলে আগের রাতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় জেলা আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটি।

জেলা আইনজীবী সমিতি গঠিত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, মৌলভীবাজার আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনের লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মামুনুর রশীদকে প্রধান নির্বাচন কমিশনার করে চার সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশন গত ৭ জানুয়ারি তপশিল ঘোষণা করে। গত মাসের ২৩ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ শেষে আজ ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ২১ আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে প্রার্থী হন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এস এম আজাদুর রহমান। এ খবর জানার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জেলা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন। 

বুধবার সন্ধ্যার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি পদে আজাদুর রহমানকে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল হোসাইন, শাহাব উদ্দিন বাবলু, শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাকারিয়া ইমন, মঞ্জুর আহমেদ, জাবেদ আহমেদ প্রমুখ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাৎক্ষণিক জরুরি সভার আহ্বান করে নির্বাচন স্থগিত করে। পরে বুধবার রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক নোটিশে অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিতের কথা জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল হোসাইন জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নির্বাচনের আগের দিন জানতে পারেন তারা। এর পর কঠোর প্রতিবাদ জানালে আইনজীবী সমিতি গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ আইনজ ব আওয় ম

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলি: সাবেক এমপি বাহাউদ্দিনসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা নগরের পুলিশ লাইনস এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণসহ হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। তবে আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও মামলায় আসামির তালিকায় আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন।

বুধবার বেলা আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো. ইনজামুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। ইনজামুল কুমিল্লা শহরতলির ডুমুরিয়া চাঁনপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ (সিটি করপোরেশন-আদর্শ সদর-সেনানিবাস) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূঁঞা, সাবেক সভাপতি আবদুল মমিন, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।

মামলায় সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাবেক এমপি বাহারসহ কয়েকজনের হুকুমে আসামিরা গত বছরের ৩ আগস্ট নগরের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের পাশের সড়কে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালান। তাঁরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলি চালান। এতে সাক্ষীরাসহ ২৫ থেকে ৩০ জন বুক, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্রছাত্রীদের বেধড়ক পিটিয়ে অনেকের হাড় ভাঙাসহ জখম করেন। আন্দোলনে ছাত্র-জনতার চিৎকারে এলাকাবাসীসহ কয়েকজন সাক্ষী ঘটনাস্থলে এলে নিরস্ত্র ছাত্রছাত্রীদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে চাইলে আসামিরা বাধা দেন।

বাদী মো. ইনজামুল হক প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা করেছিল। এর ভিডিও ও স্থিরচিত্র তাঁদের কাছে আছে। সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে মামলাটি করা হয়েছে। মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে সবাই ঘটনায় জড়িত। অবিলম্বে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মহানগর শাখার সংগঠক বাদী হয়ে মামলাটি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুমিল্লায় যতগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে পুলিশ লাইনস এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণসহ হামলার ঘটনাটি অনেক বেশি আলোচিত। আমরা আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।’

তবে মামলায় আইনজীবীদের আসামি করার বিষয়টি দুঃখজনক মন্তব্য করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘মামলার বিষয়টি জেনেছি। এভাবে আইনজীবীদের নামে মামলা করার বিষয়টি দুঃখজনক। আমরা দাবি জানাচ্ছি, ঘটনার ভিডিও ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মামলাটি আজ বেলা আড়াইটার দিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার বেশির ভাগ আসামি ৫ আগস্টের পর থেকে পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মামলাটি ভালোভাবে তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুনকুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দীনসহ ৬৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা২৬ ডিসেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘সভাপতির ভোজ’ মিলনমেলায় পরিণত
  • ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক অপসারণে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা
  • প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেটকে পৃথক প্রদেশ রাখার দাবি
  • পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীর মামলায় জামিন পেলেন বিএনপিপন্থী ১১ আইনজীবী
  • হাইকোর্টের আদেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
  • আলামত নষ্ট হওয়ায় বিচারে বাধা হবে না 
  • পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা
  • সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের নামে মামলা
  • কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলি: সাবেক এমপি বাহাউদ্দিনসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা