আর মাত্র কয়েকদিন। এরপরই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। যেটার আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে সুসংবাদ পেয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে তারা। শ্রীলঙ্কার কাছে হেরে একধাপ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে তৃতীয় স্থানে। যথারীতি শীর্ষে আছে ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১১৯ রেটিং পয়েন্ট। পাকিস্তান ১১১ রেটিং নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার সমান রেটিং হলেও ভগ্নাংশে পিছিয়ে থেকে নেমে গেছে তৃতীয়তে।

নিউ জিল্যান্ড ১০২ রেটিং নিয়ে আছে চতুর্থ স্থানে। ৯৯ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পঞ্চম স্থানে। ৯৮ রেটিং নিয়ে শ্রীলঙ্কা আছে ষষ্ঠ স্থানে। ৯২ নিয়ে ইংল্যান্ড সপ্তম। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান অষ্টম ও ৮১ রেটিং নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।

আরো পড়ুন:

শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার

অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ পেরিয়ে আলোর অপেক্ষা

ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হার মানে পাকিস্তান। তবে বুধবার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর ওই জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে যায়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন 

ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ৮ ফেব্রুয়ারি আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  
এ ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে তিওয়াইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও নিয়ে আসে। এ ছাড়া ব্র্যান্ডটির বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিকের ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এ আয়োজনে রেড কার্পেট মিট অ্যান্ড স্ট্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৭টায় শুরু হয় মূল ফ্যাশন শো। সেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিন্ট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ফ্যাশন শোর পাশাপাশি ওই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। 

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার
  • ইস্টার্ন ব্যাংক চাকরি, লাগবে না অভিজ্ঞতা
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ ফেব্রুয়ারি ২০২৫)
  • এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না যেসব তারকাদের
  • যমুনার বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস
  • চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে
  • আজ টিভিতে যা দেখবেন (১২ ফেব্রুয়ারি ২০২৫)
  • এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন