শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কি: প্রভা
Published: 13th, February 2025 GMT
প্রথম আলো :
একসময় দীর্ঘ ব্যস্ততায় কাটত, এখন শুটিং করছেন না, সময় কীভাবে কাটে?
সাদিয়া জাহান প্রভা: উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, হিসাববিজ্ঞান পরীক্ষা দিয়ে প্রথম বিজ্ঞাপনের কাজ করি। অল্পদিন পরই মেরিলের আরেকটি বিজ্ঞাপন করে জনপ্রিয় হই। সেই থেকেই আমার ব্যস্ততা ছিল টানা। তখন পরিবার আর কাছের মানুষদের সময় দিতে পারিনি। শুটিংয়ে প্রচুর শ্রম আর শক্তি চলে যেত। সেখান থেকে এখন পরিবার, নিজেকে, বন্ধুদের সময় দিই। রান্না আমার অনেক পছন্দের। দেখা গেল ইচ্ছা হলো, কেক বানালাম। আত্মীয়স্বজনদের বাসায় গেট টুগেদারে যাওয়া হয়। একসঙ্গে সময় কাটে। তবে করোনার পর আর নিয়মিত শুটিং করা হয়নি।
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের
‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।