সৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমাল বিমান
Published: 13th, February 2025 GMT
সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ হাজার ৮১২ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৭০ পয়সা ধরে)।
এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ছাড়া) ডলার নির্ধারণ করা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ২৫৫ টাকা। এ ভাড়া বিমানে এককযাত্রার ক্ষেত্রে প্রযোজ্য।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার, পাঁচ দিনে গ্রেপ্তার তিন হাজারের বেশি
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে, অর্থাৎ গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে দুটি পিস্তল, একটি ছুরি, একটি রামদা, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় আজ বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩ হাজার ৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ ডেভিলমুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে।
আরও পড়ুনঅপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার১২ ফেব্রুয়ারি ২০২৫গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের মারধর করা হয়।
আরও পড়ুনগাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ২৩ জন আটক৮ ঘণ্টা আগে