পুতিন-ট্রাম্পের ফোনে কথাবার্তা বলে দিচ্ছে, ইউরোপের দিন শেষ: মেদভেদেভ
Published: 13th, February 2025 GMT
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত। কারণ, এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে, এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইতে পারেন।
আজ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতিমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘ইউরোপ ঈর্ষান্বিত’। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলাপ-আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শও করা হয়নি।
মেদভেদেভ বলেন, ‘এটা বিশ্বে তাদের (ইউরোপের) প্রকৃত অবস্থা জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে।’
আরও পড়ুনপুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হলো৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউর প র
এছাড়াও পড়ুন:
জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেপ্তার ৫
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে ছাত্র-জনতা।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন বলেন, ‘‘আজ সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য ইয়াহিয়াসহ তার চার সহযোগীকে আটক করে থানায় দেয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।’’
গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা/মাকসুদ/এনএইচ