রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নামে নামকরণকৃত কাউখালী উপজেলার ‘দীপংকর তালুকদার কলেজের’ নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করার সিদ্ধান্ত জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর আগে কলেজটির নাম পরিবর্তনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কাউখালী উপজেলা বিএনপি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। চিঠির একটি কপি দেওয়া হয় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি বরাবরেও।

প্রজ্ঞাপনে জারিকৃত এ আদেশে বলা হয়, দীপংকর তালুকদার কলেজের’ নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।  

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করার জন্য ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে সরকারি নির্দেশনা রয়েছে। 

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো.

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘কাউখালী উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোনো প্রতিষ্ঠান ব্যক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ করা।’’ আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান তিনি। 
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানান, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামে কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৪ সালের আগস্ট মাস থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাচ নিয়ে পথচলা শুরু করে রাঙামাটি থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নামের এই কলেজ। প্রথম বছরে ১৬৬ জন শিক্ষার্থী ভর্তি হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে যাত্রা শুরু করা এই কলেজটির মূল উদ্যোক্তা ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। শিক্ষাবোর্ডের শর্ত মেনে ২৫ লাখ টাকা অনুদান দেয়ায় দীপংকর তালুকদারের নামে কলেজটির নামকরণ করা হয় বলে সেইসময় জানিয়েছিলেন তিনি। 

৫ আগস্ট সরকার পতনের পর গত সোমবার (১০ ফেব্রুয়ারি) কলেজটির নাম পরিবর্তনের দাবি তোলে বিএনপি। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগের নিজ বাসা থেকে দীপংকর তালুকদার গ্রেপ্তার হন।

ঢাকা/শংকর/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

ইবির ডি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি' ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২৫ বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ এবং কলা অনুষদের একটি বিভাগসহ মোট ৪ বিভাগে ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১২ টা থেকে ভর্তি পরীক্ষার এ আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ১১ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

ইবিতে আওয়ামীপন্থিদের অংশগ্রহণে ভর্তি কমিটির সভায় বাঁধা

অবরোধ-মানববন্ধনসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচি অব্যহত

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চার বিভাগের ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ বছর ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (iu ac.bd) মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে।

ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার সময়সীমা এবং ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd/admission এ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • চুন–সুরকির শতবর্ষী মসজিদ গরমের সময় ঠান্ডা আর শীতে উষ্ণ থাকে
  • ইবির ডি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
  • ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে
  • লিন্ডের ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • প্রাইম ব্যাংকের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ
  • নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
  • মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে ১.৩২ কোটি 
  • ২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
  • ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর