চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন পাকিস্তানিকে আইসিসির জরিমানা
Published: 13th, February 2025 GMT
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে তিন পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শাস্তির মুখে পড়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলাম।
বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের ম্যাচে এই তিন খেলোয়াড় আইসিসির লেভেল ওয়ান আচরণবিধি ভঙ্গ করেন। এর ফলে তাদের ম্যাচ ফির একটি অংশ কেটে নেওয়া হয়েছে এবং ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
শাহীন শাহ আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ২৮তম ওভারে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকেকে সিঙ্গেল নিতে বাধা দেন তিনি, যা শারীরিক সংঘর্ষ ও তর্কের সৃষ্টি করে। এদিকে, পরের ওভারে টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তার কাছাকাছি গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও কামরান গুলাম। এর জন্য তাদের দুজনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এই তিন খেলোয়াড়ের নামের পাশে কোনো শাস্তি ছিল না। তবে এবার তাদের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তিন খেলোয়াড়ই নিজেদের শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে আইসিসি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের
‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।