ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিআরইউ কার্যালয়ে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ক্রীড়া সম্পাদক মো.

মজিবুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারুল ইসলাম বলেন, “গত ১৫ বছর নানাবিধ কারণে সাংবাদিকতা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। বিশেষ করে সাংবাদিকতার মানের ক্ষেত্রে। তাই অনুরোধ থাকবে আমরা যারা সাংবাদকিতা করি তারা যেন এই পেশার মর্যাদা রেখে সততার সাথে কাজ করি।”

পাশাপাশি তিনি ডিআরইউয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সব সময় ডিআরইউয়ের পাশে ছিলাম, আছি এবং থাকবে।”

পুরুষ এককের চ্যাম্পিয়ন আবদুল্লাহ শাফী, রানার আপ শামীম আহমেদ ও তৃতীয় সোহেল হোসেন পাটোয়ারী। নারী এককে চ্যাম্পিয়ন মাকসুদা লিসা, রানার আপ জাহিদা পারভেজ ছন্দা ও তৃতীয় তাসকিনা ইয়াসমিন।

স্টাফদের এককে চ্যাম্পিয়ন জসিম উদ্দিন, রানার আপ জাকির হোসেন বাবুল ও তৃতীয় ফিরোজ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।

৯ দিনব্যাপী প্রতিযোগিতায় ডিআরইউয়ের ৬৫ জন সদস্য ও ১৬ জন স্টাফ অংশগ্রহণ করেন। বিজয়ীদের ট্রফি ছাড়াও নগদ অর্থ প্রদান করা হয়।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড আরইউ

এছাড়াও পড়ুন:

ডিআরইউর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ-প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরো পড়ুন:

প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা হচ্ছে: এম আব্দুল্লাহ

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা  আব্দুল হালিম।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় মাহফিলে ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দীন ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আক্তারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউয়ের সাবেক সভাপতি শাজাহন সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলামসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মরহুম সদস্যদের জন্য দোয়া করা হয়। মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • আছিয়ার মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে: শফিকুর রহমান
  • ডিআরইউর ইফতার মাহফিল অনুষ্ঠিত