এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে দাওয়াত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। 

বৃহস্পতিবার স্কুল চত্বরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও স্কুলের সহকারী শিক্ষক নাজনীন খাতুনের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম আব্দুর রাজ্জাক। তাঁকে দাওয়াত করায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত লোকজন প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন ছাইফুল ইসলামকে লাঞ্ছিত করে বের করে দেয়।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক যে আওয়ামী লীগ নেতা, তা জানা ছিল না। গ্রামের মুরুব্বি হিসেবে তাঁকে দাওয়াত দেওয়া হয়। তাঁকে দাওয়াত দেওয়ায় স্থানীয় লোকজন অশোভন আচরণ করে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ আওয় ম ল গ ব দ য় অন ষ ঠ ন আওয় ম

এছাড়াও পড়ুন:

কেন্দ্র সচিব পদে আ’লীগ নেতা, তিন পরীক্ষার পর অব্যাহতি

পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ইব্রাহীমকে ওই বিদ্যালয়ের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী ইউএনও হাসান বিন মুহাম্মদ আলী।

জানা গেছে, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তাকে উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র কমিটির সভায় কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন সচিব দায়িত্ব পেয়ে আজ বুধবার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রে পরীক্ষা পরিচালনা করেন। 

নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভাবনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে কেন্দ্র সচিব করায় ব্যাপক সমালোচনা হয়। পরে কেন্দ্র কমিটির সভায় কামরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. কামরুল ইসলাম ইব্রাহীম সমকালকে বলেন, এসএসসি পরীক্ষায় উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে তিনি তিনটি পরীক্ষা পরিচালনা করেছেন। পরে অসুস্থতার অজুহাতে তাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে কারও ক্ষতি করেননি তিনি।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী জানান, এসএসসি ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীম অসুস্থ। তিনি দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিলো ২ শিক্ষার্থীর প্রাণ
  • রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
  • রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ
  • জন্মনিবন্ধনের তথ্য বলছে, বরিশালে র‍্যাবের অভিযানে নিহত ও আহত দুজনের বয়স ১৭
  • কেন্দ্র সচিব পদে আ’লীগ নেতা, তিন পরীক্ষার পর অব্যাহতি
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে খাইরুল
  • আগৈলঝাড়ায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় দুই মামলা
  • যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা ভবন অবরুদ্ধ