নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট নিরসন, লাইসেন্সবিহীন বেপরোয়া বাইকারদের দৌড়াত্ম্য ও ফিটনেসবিহীন মোটরযান ঠেকাতে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন মোটরযানকে ২৩টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) উপজেলার দড়িকান্দি-ইছাখালী সেতুর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল বলেন, দীর্ঘ দিন ধরেই রূপগঞ্জে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন অবাধে চলাচল করছে। পাশাপাশি বেপরোয়া বাইক চালিয়ে জনমনে আতঙ্ক তৈরী করে আসছিলো কিশোরগ্যাং সদস্যরা।

আমরা সড়ক নিরাপত্তা, যানজটমুক্ত ও যানবাহনে শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে চলাচলরত সকল যানবাহনগুলোকে আইনের আওতায় আনার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ