গাজীপুরে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান জয়দেবপুর বাজার রোডের স্মার্ট প্লাজায় ওই শাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো.

রাশেদ আক্তার, গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ, এসএমই ব্যাংকিং ও সাধারণ সেবা বিভাগের প্রধান, এরিয়ার প্রধান, ব্যাংকের ক্লাস্টারপ্রধানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আহসান-উজ জামান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ করেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন। যেকোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিংয়ের সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার কথাও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে। 

একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী। 

জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ