গাজীপুরে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন
Published: 13th, February 2025 GMT
গাজীপুরে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান জয়দেবপুর বাজার রোডের স্মার্ট প্লাজায় ওই শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো.
আহসান-উজ জামান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ করেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন। যেকোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিংয়ের সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার কথাও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেপ্তার ৫
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে ছাত্র-জনতা।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন বলেন, ‘‘আজ সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য ইয়াহিয়াসহ তার চার সহযোগীকে আটক করে থানায় দেয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।’’
গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা/মাকসুদ/এনএইচ