নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কারখানার প্রবেশদ্বারে ৩ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে তাদের ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।  

আন্দোলনে অংশে নেওয়া নারী শ্রমিক আকলিমা বলেন, আমরা সারাবছর কাজ করি মালিকপক্ষের জন্যে। তারা আমাদের ছুটিকালীন ভাতা শতভাগ করতে অনীহা করছে। আমরা তা মানবো না। 


আরেক শ্রমিক আব্দুল্লাহ জানান, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের সাথে অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।

পি.

এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের ম্যানেজার (এডমিন) জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা ছুটির ভাতা শতভাগের দাবিতে বিক্ষোভ করেছিলো। খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টসে গিয়ে বিষয়টি সমাধানের আশ^াস দিল পরিবেশ স্বাভাবিক হয়। 
 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ শতভ গ

এছাড়াও পড়ুন:

দলাদলি বন্ধ করেন : শিক্ষকদের টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে সকালে মক্তব, সন্ধ্যায় পরতে বসার সিস্টেম উঠে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আলীরটেকের শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দিবে।

শিক্ষকদের দলাদলি বন্ধ করেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে যাবে সেদিকে নজর দেন। আওয়ামী লীগের দোসর খুনি সেলিম ওসমান চেয়েছিলো শেখ মুজিবের ছেলে শেখ রাসেলের নামে এই স্কুলকে নামকরন করতে। কিন্তু এলাকাবাসী প্রতিহত করছে। তাই এলাকাবাসীকে ধন্যবাদ।

নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়ন পরিষদে অবস্থিত কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল মাঠে এই আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, আলিরটেক ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জাকির হোসেন একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে বিগত সরকার মিথ্যা মামলা দিয়েছিল। ৫ আগস্ট পরবর্তী সময়েও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। প্রশাসনকে বলবো ষড়যন্ত্রমূলক মামলা যেনো না দেয়া হয়। জাকির চেয়ারম্যান এলাকার উন্নয়ন করেন, এলাকার মানুষ তাকে ভালোবাসে।

স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, আলিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুলহাস সর্দার, বিএনপি নেতা সরকার আলম, গোগনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উপস্থিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ