ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে ভিন্ন ভাষায় কথা বলা ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। ভিডিও কলে কথা বলার সময় এ সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। আর তাই ভিডিও কলে ভিন্ন ভাষার মানুষের সঙ্গে নির্বিঘ্নে কথা বলার সুযোগ করে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপ উন্মুক্ত করেছে টালো এআই। প্রতিষ্ঠানটির তৈরি টালো অ্যাপ সরাসরি গুগল মিট ও মাইক্রোসফট টিমসের সঙ্গে যুক্ত হয়ে তৎক্ষণাৎ এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করতে পারে।

এআইভিত্তিক অনুবাদপ্রযুক্তি ইতিমধ্যেই স্যামসাংয়ের গ্যালাক্সি এআইয়ের মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত হচ্ছে। তবে সেগুলো নির্দিষ্ট স্মার্টফোনে ব্যবহার করা যায়। তবে টালো আলাদা একটি অ্যাপ এবং এটি যেকোনো স্মার্টফোন বা প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করতে সক্ষম।

প্রাথমিকভাবে টালো অ্যাপ ৩২টি ভাষা সমর্থন করে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি উন্নত অডিও প্রযুক্তি ব্যবহার করে থাকে। ফলে মনে হবে, ব্যবহারকারীরা যেন একই ভাষায় কথা বলছেন। ভবিষ্যতে অ্যাপটিতে ১০০টির বেশি ভাষা যোগ করার পরিকল্পনা রয়েছে।

টালো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা আন্তন সেলিখভ বলেন, ‘আমার আগের সফটওয়্যার ২০ লাখের বেশি ব্যবহারকারী ব্যবহার করতেন। কিন্তু ভাষার কারণে প্রত্যেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কঠিন হয়ে পড়ত। সেই চ্যালেঞ্জ দূর করতেই টালো অ্যাপ তৈরি করেছি। এটি ভিডিও কলে রিয়েল টাইম অনুবাদ করতে পারে।’

সূত্র: বিজিআর

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ড ও কল ব যবহ র অন ব দ

এছাড়াও পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা কি সফটওয়্যার প্রকৌশলীদের বিকল্প হবে, যা বললেন স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এগুলোকে মূলত কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট বলা হচ্ছে। আর তাই সফটওয়্যার প্রকৌশলীদের কাজ ভবিষ্যতে এআই এজেন্টদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও সাম্প্রতিক এক মন্তব্যে এমন ইঙ্গিতই দিয়েছেন। তাঁর মতে, বর্তমানে কয়েক বছরের অভিজ্ঞতাসম্পন্ন সফটওয়্যার প্রকৌশলীরা যেসব কাজ করেন, এআই এজেন্টও অল্প কিছুদিনের মধ্যে সেসব কাজ করতে পারবে।

এক ব্লগ বার্তায় অল্টম্যান বলেন, এআই এজেন্ট শুধু মানুষের সহায়ক হিসেবেই কাজ করবে না, বরং ভার্চ্যুয়াল সহকর্মী হিসেবে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। এআই দ্রুত শিখছে এবং দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করছে। তবে এআই এজেন্ট নতুন বা মৌলিক ধারণা দিতে পারবে না। ফলে প্রতিষ্ঠানে দক্ষ প্রকৌশলীদের প্রয়োজন হবে।

অল্টম্যানের ধারণা, ভবিষ্যতে লাখ লাখ এআই এজেন্ট বিভিন্ন জ্ঞানভিত্তিক পেশায় নিযুক্ত থাকবে। এ বিষয়ে তিনি বলেন, এখন কল্পনা করুন, এক হাজার বা দশ লাখ এআই এজেন্ট একসঙ্গে কাজ করছে। এআইয়ের প্রভাব হবে অনেকটা ট্রানজিস্টরের মতো। ট্রানজিস্টর একসময় প্রযুক্তি খাতে বিপ্লব ঘটিয়েছিল, কিন্তু এখন তা আমাদের দৈনন্দিন জীবনের এতটাই অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে যে আমরা সেটি নিয়ে আর আলাদাভাবে ভাবি না।

এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অল্টম্যান বলেন, এআইয়ের প্রসারের ফলে মূলধন ও শ্রমের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়াবে। আর তাই প্রাথমিক পর্যায়েই নীতিনির্ধারকদের এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ

  • এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণে সম্মিলিত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োজন: প্রধান বিচারপতি
  • বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি সফটওয়্যার প্রকৌশলীদের বিকল্প হবে, যা বললেন স্যাম অল্টম্যান