সিলেটে নানা আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপন
Published: 13th, February 2025 GMT
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বেতার প্রাঙ্গণে নানা আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে মিরের ময়দানে বাংলাদেশ বেতার সিলেট প্রাঙ্গণে শোভাযাত্রার পর সংক্ষিপ্ত আলোচনা এবং পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, বাংলাদেশ বেতার প্রচার কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার সংযোজন করেছে। বিদ্যমান গতানুগতিক মাধ্যমের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আমাদের সকল আয়োজন প্রচার করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সকল আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফলে বেতারের শ্রোতা বৃদ্ধি পেয়েছে। জনগণকে বেতারের সঙ্গে আরও সম্পৃক্ত করতে আমরা এই ধারা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক সেলিম আওয়াল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেটের ডাকের ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর, বিশিষ্ট নাট্য শিল্পী শামসুল বাসিত শেরো, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শোভাযাত্রাটি বেতার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে পুলিশ লাইন মোড় হয়ে ফের বেতার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: প র ঙ গণ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে: শাকিব
‘একটা সময় ছিল আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু দেশের মানুষই রিভিউ করতেন। এখন সেই জায়গা পরিবর্তন হয়েছে। বেশ কয়েক বছর হল দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরা রিভিউ দিচ্ছে এবং সেটা দিনকে দিন বেড়েই চলছে। বিশেষ করে আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষরা রিভিউ করছে। এটার অর্থ হল বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গা বেড়ে গেছে।’
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিব আহসান, অভিনেত্রী, বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।
আসছে ঈদের সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘বরবাদের পোস্টার, টিজার ও গান সবার ভালো লেগেছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে। নিসন্দেহে এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’
এর আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেন শাকিব খান। তার কথায়, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে পণ্যের গুনগত মান উন্নয়নের জন্য পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দেশে স্থাপিত কারখানার মাধ্যমে গুনগত মান ঠিক রেখে পণ্য উৎপাদন করে যাচ্ছে রিমার্ক।’
তিনি আরও বলেন, ‘রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। এখন ৮ টি পণ্যের জন্য মিলেছে হালাল সার্টিফিকেট। এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা নিশ্চিতভাবে যেন ১০০ অতিক্রম করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর এইভাবে একদিন বাংলাদেশের রিমার্ক বিলিয়ন ডলারের হালাল মার্কেটে নেতৃত্বস্থানীয় স্থানে পৌছাবে।’