পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ, সদর হাসপাতালের নবনির্মিত ভবন চালুসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী, জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় সদর উপজেলার প্রতিনিধি সদস্য তানবিরুল বারী, বায়েজিদ বোস্তামী, বোদা উপজেলা শাখার প্রতিনিধি সদস্য শিশির আসাদ প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ চিকিৎসকের অভাবে পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। পঞ্চগড়ের ১২ লাখ মানুষকে স্বাস্থ্যসেবায় পিছিয়ে রেখে দেশের উন্নয়ন ও সংস্কার সম্ভব নয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন। এ ছাড়া জেলার অন্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২৬ জন। এতে পঞ্চগড়ের মানুষ চিকিৎসাসেবায় বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, পঞ্চগড়ের মানুষ হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ ছোটখাটো দুর্ঘটনায় পড়লে হাসপাতালে যাওয়ামাত্রই রংপুর বা দিনাজপুরে পাঠানো হয়। এতে অনেক রোগীই পথে মারা যাচ্ছেন। টাকাপয়সার অভাবে অনেক রোগী বাইরে যেতে না পারায় ধুঁকে ধুঁকে মরছে। জেলা শহরের ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করতে একটি নতুন ভবন নির্মাণ করা হলেও অজ্ঞাত কারণে সেটি চালু হচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক উপজ ল

এছাড়াও পড়ুন:

বরগুনায় ধর্ষণ মামলার আসামি ও কিশোরীর বাবাকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের এবং মামলা করার জের ধরে ওই কিশোরীর বাবাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা পৌর শাখার আয়োজনে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে মানববন্ধন হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।

আরও পড়ুন‘পোলারে মাইর‍্যা ফালাইছে, নাতনিডার জীবনও শ্যাষ করলো’৫ ঘণ্টা আগে

পরিবারটির ভাষ্য, বরগুনা সদরের বাড়ি থেকে ৪ মার্চ বিকেলে প্রাইভেট পড়তে গিয়েছিল সপ্তম শ্রেণির ওই কিশোরী (১৪)। পড়া শেষে বাড়ি ফেরার পথে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন মুখে কাপড় গুঁজে কিশোরীকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করা হয়। পরের দিন ৫ মার্চ সকালে ওই কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কিশোরীর বাবা (৩৭) ওই দিন রাতেই বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরের দিন স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। পুলিশ সিজিতকে আটক করে এবং তাঁর বন্ধুকে মুচলেকা রেখে ছেড়ে দেয়। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে এবং ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে শাসাতে থাকে আসামিপক্ষ। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন রাত সোয়া ১২টার দিকে মুঠোফোনের রিংটোনের সূত্র ধরে বাড়ির পাশের ঝোপ থেকে কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ধর্ষণ মামলার প্রধান আসামির বাবাসহ চারজনকে আটক করেছিল পুলিশ। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হামলা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ মেনে নেয় না। যখনই কোনো ধরনের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ করা হয়েছে। মেয়েকে ধর্ষণের পর বিচার চেয়ে মামলা করায় বাবাকে হত্যার শিকার হতে হয়েছে। এটি জাহেলিয়াতি যুগের চেয়েও বর্বর একটি ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মওলানা মিজানুর রহমান কাসেমি, সাধারণ সম্পাদক আবদুর সাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা নুরুল আমিন, পৌর শাখার সভাপতি গোলাম হায়দার, সহসভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের জেলা শাখার আহ্বায়ক মানিক শিকদার ও সদস্যসচিব জয়দেব রায় উপস্থিত ছিলেন।

একই দাবিতে বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সনাক ও টিআইবির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগোনারী কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন সনাক সভাপতি মনির হোসেন, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাগোনারীর শুক্লা মুখার্জি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, সামাজিক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সুখরঞ্জন শীল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী সেলিনা আক্তার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরগুনা শাখার সাধারণ সম্পাদক জয়দেব রায় ও সমাজসেবক তপন চন্দ্র দাস।

বরগুনায় কিশোরীকে ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার ঘটনার বিচারসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা দীর্ঘদিন ধরে চলেছে। এটা মহোৎসবে পরিণত হয়েছে। কোনো একটি গোষ্ঠী নানাভাবে নারীদের হেনস্তা করে আসছে। এটা খুব ভয়াবহ অবস্থা। এর পরিণতি ভালো হবে না। বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পরে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে তার বাবা বরগুনা থানায় মামলা করলে তাঁকেও খুন করা হয়। এ দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ও তাঁর এক বন্ধুকে আটক করা হয়েছিল। এরপর তাঁদের ওই কিশোরীর মুখোমুখি করা হয়। তখন একজনকে কিশোরী শনাক্ত করেনি। তাই মুচলেকা রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিশোরীর বাবার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়। এর মধ্যে একজনের বিষয়ে তদন্ত করে এই ঘটনায় জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যা মামলাটি খুবই গুরুত্ব দিয়ে পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত দল তদন্ত করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে অবরোধ
  • শিশুকে ধর্ষণের দায় স্বীকার করেছেন হিটু শেখ
  • নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবি চবি শিক্ষার্থীদের
  • বরগুনায় ধর্ষণ মামলার আসামি ও কিশোরীর বাবাকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
  • ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন
  • চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ
  • কিশোরগঞ্জে নরসুন্দা নদীকে বাঁচানোর আকুতি
  • বর্তমান প্রশাসনে অনাস্থা, নতুন ব্যবস্থাপনার দাবি
  • মুন্সীগঞ্জের যুবদল নেতা হত্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানব
  • মাগুরায় শিশু ধর্ষণে দেশজুড়ে ঘৃণা ক্ষোভ ধিক্কার