শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার
Published: 13th, February 2025 GMT
আইসিসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্বে পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে বৈশ্বিক এই ইভেন্টে দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার।
বৃ্হস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।
এ ছাড়াও সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তৃতীয় স্থান অধিকার করে। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বাদ পড়ে খুলনা।
আরো পড়ুন:
অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ পেরিয়ে আলোর অপেক্ষা
জয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার
বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।
এদিকে বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ-খালেদ আহমেদ। প্রস্তুতির জন্য দুই পেসারকে পাঠাচ্ছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের আগে তারা দেশে ফিরবেন। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন
ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ৮ ফেব্রুয়ারি আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে তিওয়াইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও নিয়ে আসে। এ ছাড়া ব্র্যান্ডটির বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিকের ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এ আয়োজনে রেড কার্পেট মিট অ্যান্ড স্ট্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৭টায় শুরু হয় মূল ফ্যাশন শো। সেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিন্ট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ফ্যাশন শোর পাশাপাশি ওই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি।