বাবর বললেন, ‘আমাকে কিং ডাকা বন্ধ করুন’
Published: 13th, February 2025 GMT
সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ তাই দল তিনটির খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতির সুযোগ এনে দিয়েছে। অনেকে নিজেদের ঝালাই করে নেওয়ার এই প্রস্তুতিতে সফল হলেও হতাশ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ১০ রানের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ১৯ বলে ২৩ রান করে। অন্য সময়ে যেমনই হোক, অন্তত এই ফর্মহীনতার সময়ে ‘কিং’ ডাক শুনতে ভালো লাগার কথা নয় বাবরের। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন তাঁকে কিং বা রাজা বলে না ডাকেন।
বাবরকে ভালোবেসে ‘কিং বাবর’ ডাকেন অনেকেই। পাকিস্তানের সমর্থক ও দেশটির গণমাধ্যমে প্রায়ই বাবরের সঙ্গে ‘কিং’ শব্দটি উচ্চারিত হয়ে থাকে। কদিন আগে বাবরের ওপেনিং করা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও তাঁকে ‘কিং’ সম্বোধন করেছিলেন।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে বাবরের জন্য নতুন ভূমিকা ঠিক করেছে পিসিবি ০১ ফেব্রুয়ারি ২০২৫দীর্ঘদিন পর (ওয়ানডেতে ২০১৫ সালের পর) বাবর ওপেনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না, জানতে চাইলে রিজওয়ান বলেন, ‘এর উত্তরে সেই কথাটি বলা যায়, “রাজা করে দেখাবে।”’
ওপেনিংয়ে দেখা যাবে বাবর–ফখর জুটি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব বর র
এছাড়াও পড়ুন:
১১ হাজার মে.টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রামে
ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে এইচটি ইউনিট নামের একটি কার্গো জাহাজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাহাজটি বন্দরের বহিঃনোঙ্গরে নোঙ্গর করেছে। আগামীকাল দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন চাল কেনা হয়েছে। প্যাকেজ-৫ এর আওতায় কেনা এই চালের প্রথম চালানে ১১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল নিয়ে পানামার পতাকাবাহী এইচটি ইউনিট কার্গো জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে। আগামীকাল থেকেই জাহাজ থেকে চাল খালাসের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
বিদূর্শী চাকমা বলেন, “ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দরে বাংলাদেশের জন্য এই চাল জাহাজে লোড হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর সম্ভাবনা আছে। এরপর শুরু হবে চাল খালাস। পরবর্তী ধাপে ভারত থেকে আরও ৩৯ হাজার টন চাল দেশে আসবে।”
ঢাকা/রেজাউল/এস