Samakal:
2025-02-13@15:25:45 GMT

দলগুলোতে তারকা হারানোর মিছিল

Published: 13th, February 2025 GMT

দলগুলোতে তারকা হারানোর মিছিল

শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটি তাদের সেরা পেস অ্যাটাকের কাউকেই পাচ্ছে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যক্তিগত কারণে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অসি পেসার মিচেল স্টার্ক। তাঁর আগে ইনজুরির কারণে ছিটকে যান প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। আর মার্কাস স্টয়নিস তো অবসরই নিয়ে নিয়েছেন। 

অস্ট্রেলিয়ার যে দলটি বছর দেড়েক আগে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, সেই দলের অনেকেই থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত অনেক চেষ্টা করেও স্কোয়াডে রাখতে পারেনি তাদের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। পিঠের চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে এই আসর থেকে। তারকা হারানোর এই মিছিলে আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। সেই হিসেবে বরং বাংলাদেশ দলকে অন্তত চোট আঘাতের সমস্যা পোহাতে হয়নি।

বুমরাহকে পাওয়ার জন্য চেষ্টার সর্বোচ্চ করেছিল ভারতীয় বোর্ড। তাঁর পিঠের ব্যথা সারিয়ে ফিট করে তোলার জন্য বেঙ্গালুরুতে তিন চিকিৎসকের একটি দল কয়েক দিন ধরে নিরলস চেষ্টা করে গেছেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে হার্সিত রানাকে দলে নেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে যশ্বসী জয়সোয়ালকেও। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। 

স্টিভেন স্মিথকেও শেষ পর্যন্ত দল সাজাতে হয়েছে কিছু বদল নিয়ে। দলে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার- ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংঘাকে নিয়ে। আফগান দলের বড় ধাক্কা আল্লাহ গজনফরের মতো স্পিনারকে হারানো। মেরুদণ্ডে চীড় ধরেছে তাঁর, আরেক স্পিনার মুজিবুর রহমানও ইনজুরিতে।

অবশেষে নঙ্গিয়াল খারোতিকে দলে ভেড়াতে হয়েছে তাদের। চোটের কারণে এর আগেই নিউজিল্যান্ড হারিয়েছে রাচিন রবীন্দ্র ও লকি ফার্গুসনকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ড পায়নি জ্যাকব বিকেলকে। পাকিস্তানও ঘরের মাঠে তাদের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পাচ্ছে না হারিস রউফকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাবেক এমপি ইয়াহইয়াসহ ৫ জনকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ তাঁর চার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র–জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। 

আটক হওয়া অন্য চারজন হলেন- আনোয়ার হোসেন, মিলন, জনি মিয়া। বাকি একজনের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়াসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্র–জনতা।

এর আগে ১২ নভেম্বর ছাত্র–জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে দুটি মামলায় ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় মাসখানেক কারাগার ছিলেন তিনি। আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী দেয়নি। এমপি নির্বাচিত হয়ে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব করেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনে এমপি হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

সম্পর্কিত নিবন্ধ