গভীর সমুদ্রে নেই রেডিও তরঙ্গ, ঝড়ের খবর জানতে পারেন না জেলেরা
Published: 13th, February 2025 GMT
উপকূল থেকে ২০ কিলোমিটার পেরোলেই গভীর সাগরে বাংলাদেশ বেতারের তরঙ্গ মিলছে না। উপকূল থেকে দুই-তিন ঘণ্টা গভীর সাগরের দিকে ট্রলার নিয়ে গেলে মুঠোফোন নেটওয়ার্কও অকার্যকর হয়ে যায়। তখন উপকূলের কয়েক হাজার মাছ ধরার ট্রলারের কয়েক লাখ জেলে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন মূল ভূখণ্ড থেকে। ফলে ঝড়-বৃষ্টি, নিম্নচাপের খবরও জানার সুযোগ পান না তাঁরা। এতে প্রতিবছরই সাগরে ঘটছে প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনা। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।
২০২৩ সালের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। ৮ নম্বর সংকেত দেওয়া হলেও গভীর সাগরে থাকা ট্রলারের মাঝি-জেলেরা সেই বার্তা পাননি। সংকেতের কথা জানতে পারেন তীরে ফেরার পর।
বরগুনার পাথরঘাটার এফবি তরিকুল-৪ ট্রলারের মাঝি চান মিয়া সেদিনের ভয়াল স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তো হেই সময় গভীর সাগরে আলহাম। সেই খানে রেডিও ও ফোনের নেটওয়ার্ক পাওন যায় না। হেইতে মোরা আবহাওয়ার খবর জানতে পারি নায়। তয় সাগরের অবস্থা দেইখ্যা অনুমান হইছিল যে বড় কোনো বইন্যা আইতে লাগছে। মনডায় কামড় দেছে, সাগরের অবস্থাও তহন খুব খারাপ। মোরা জাল-কাছি সব ট্রলারে উডাইয়্যা কিনারে রওনা দিছি। কিন্তু এত্তো ঢেউ যে টলার সামনে আগায় না। খালি ঢেউয়ে বারি মারে, উল্টাইয়া হালাইতে চায়। খালি দোয়া ইউনুস পড়ি। হেইবার ক্যামনে যে বাইচ্চা কিনারে ফিরছি আল্লায়ই জানে। মরণের ঘরে গোনে ফিরছি কইতে পারেন!’
বড় ঝড় হলে তাহলে কীভাবে বোঝেন?—এমন প্রশ্নের জবাবে চান মিয়া বলেন, ‘বোঝোনোর কোনো যন্তদ্র মোগো নাই। সাগরের পানি ও ঢেউয়ের রূপ ও বাতাসের অবস্থা দেইখ্যা অনুমান করতে অয়।’
ওই একই ঝড়ের সময় সাগরে ছিলেন এফবি আল্লাহর দান-২ ট্রলারের মাঝি কবির হোসেন। তিনি বলেন, গভীর সাগরে জেলেদের কাছে মূলত ঘূর্ণিঝড়ের বার্তা পৌঁছায় না। পৌঁছালেও অনেক দেরি হয়। তখন জেলেদের কিছুই করার থাকে না। তবে ট্রলারের মাঝি ও জেলেরা সাগরের পানিতে হাত দিয়ে পানির তাপমাত্রা বেশি হলে অনুমান করে তীরে ফেরা শুরু করেন। তাঁর কথা, ‘ঝড়ের সময় যাদের ভাগ্য ভালোর অয়, হ্যারা সুন্দরবন এলাকায় আশ্রয় নিয়া জীবন বাঁচায়। যাগো কপাল মন্দ হ্যাগো জীবন পানিতেই শ্যাষ।’
প্রাণহানির খণ্ডচিত্র
প্রাকৃতিক দুর্যোগে বরগুনার পাথরঘাটা এলাকায় গত ৩০ বছরে কমপক্ষে ১৮৮ জন জেলে নিখোঁজ হয়েছেন। তাঁদের স্মরণে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে তাঁদের নামসহ একটি স্মৃতিফলক। পাথরঘাটা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন জেলে নিখোঁজ হয়েছেন ২০০৭ সালের সিডরে। এ ছাড়া ১৯৯৩ সালে পাঁচজন, ১৯৯৪ সালে দুজন, ২০০১ সালে পাঁচজন, ২০০৬ সালে ১৪ জন, ২০১৪ সালে সাতজন, ২০১৮ সালে ১৩ জন এবং সর্বশেষ ২০২৩ সালে ১৫ জন জেলে নিখোঁজ হন।
১৯৯৩ সালে নিখোঁজ হওয়া পাথরঘাটার কালমেঘা গ্রামের জেলে হারুন সরদারের মা জবেদা বেগম বলেন, ‘আমার ছেলে ট্রলারে মাছ ধরতে গিয়া আর ফেরে নাই। বাঁচলো, না মরলো, তা-ও জানি না।’
২০১৪ সালে স্বামী-সন্তান হারানো চরদুয়ানি গ্রামের রানী বেগম বলেন, ‘স্বামী আর দুই পোলা—তিনজনই সাগরে গেল, কেউ আর ফিরল না।’
রেডিওর সংকেত কাজ করে না
বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে সোয়া লাখের বেশি জেলে সাগরে যান। জেলেদের সংগঠনগুলো বলছে, বরিশাল বেতারের তরঙ্গ দুর্বল হওয়ায় তাঁরা সংকেত পান না। বরিশাল বেতার কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং কুয়াকাটায় রিলে স্টেশন চালুর দাবি তুলেছেন তাঁরা।
পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলের জেলে সিদ্দিক মাঝি বলেন, ‘৩০ বছর ধইর্যা সাগরে যাই, কোনোদিন বাংলাদেশ বেতার বরিশালের খবর পাই নাই। ঢাকা-চট্টগ্রাম বেতার কিছু কিছু সোময় আসে আবার চইল্লা যায়।’
ভোলার জেলে হাসান মাঝি বলেন, ‘সাগরে আমরা মোবাইলেই রেডিও শুনি, কিন্তু পাঁচ-ছয় ঘণ্টা চালাইলেই নেটওয়ার্ক নাই হইয়্যা যায়। তারপর কিনারে কী চলে আমরা কিছুই জানি না।’
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের এফএম ট্রান্সমিটার ১৮ কিলোওয়াট, যা ৮০-১০০ কিলোমিটার পর্যন্ত কার্যকর। এফএম ট্রান্সমিটার মাত্র ২ কিলোওয়াট, যা পৌঁছায় ৫০ কিলোমিটার পর্যন্ত। ফলে কুয়াকাটা বা গভীর সমুদ্রে এটি কাজ করে না। তবে বরগুনা, পটুয়াখালী পাথরঘাটার জেলেরা বলছেন, তাঁরা সাগর তো দূরে থাক, কিনারে বসেও বরিশাল বেতার শুনতে পান না।
বরিশাল আঞ্চলিক বেতার কেন্দ্রের পরিচালক মো.
সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ২০১৯ সালে বরিশাল বিভাগের ছয়টি জেলায় ৬ হাজার নৌযানে জিএসএম প্রযুক্তি বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে বেশির ভাগ নৌযানে এটি অকেজো। ফলে জেলেরা সুরক্ষিত নন।
বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় ১৪ জেলায় প্রায় ২৯ হাজার ৬৭১টি সমুদ্রগামী নৌযান আছে। প্রতিটি নৌযানে গড়ে ১০ জন করে জেলে থাকলে বছরে প্রায় ৩ লাখ জেলে সমুদ্রে যান। শুধু বরিশাল বিভাগেই ১২ হাজার ২৫৯টি সমুদ্রগামী ট্রলার আছে, যেখানে সোয়া লাখের বেশি জেলে মাছ ধরতে যান গভীর সাগরে। তবে এই সংখ্যা বেসরকারি হিসাবে আরও বেশি। কিন্তু সঠিক সময়ে সংকেত না পাওয়ায় দুর্ঘটনা বাড়ছে।
কুয়াকাটার জেলে নুরু মাঝি বলেন, ‘আগে সাগরের ৫০-৬০ কিলোমিটারের মধ্যে মাছ পাইতাম, এহন ১০০-১৫০ কিলোমিটার গভীরে যাওন লাগে। আমরাও বুঝি সাগরের যত গভীরে যাই তত আমাগো ঝুঁকি বাড়ে। কিন্তু উপায় কী, প্যাটের খিদা তো আর মরণের চিন্তা মানে না।’
বরিশাল বেতার কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানো বা কুয়াকাটায় রিলে স্টেশন বসানো ছাড়া সমুদ্রগামী জেলেদের জন্য বিকল্প কিছু নেই বলে মনে করেন উপকূলের ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ে উপকূলের লাখো জেলে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান। কিন্তু তাঁদের নিরাপত্তার বিষয়টি যুগ যুগ ধরে উপেক্ষিত। এমনকি প্রতিবছর অসংখ্য জেলে সাগরে ঝড়ের কবলে পড়ে মারা যাওয়া ও নিখোঁজ হওয়া জেলেদের পরিবার সরকারি তেমন কোনো সাহায্য–সহযোগিতা পান না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর শ ল ব ত র বর শ ল ব ভ গ ম বল ন তরঙ গ উপক ল
এছাড়াও পড়ুন:
মিফতাহ সিদ্দিকীর ইফতার মাহফিলে সিলেটে সুধীজনদের মিলনমেলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এতিম, রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
রোববার সিলেট নগরীর একটি অভিজাত কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি বিভাগের চার জেলার বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার এম.এ সালাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি আশরাফুল আলম, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, সম্মিলিত পোশাজীবী পরিষদ, সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহমান রিপন, হবিগঞ্জের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক আইজিপি (প্রিজনস) বিগরেডিয়ার জেনারেল (অব.) ইফতেখারুজ্জামান, জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আজমল হোসেন কুনু, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর এবিপার্টির আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব রেজাউল করিম সোয়েব, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল্লা আল গালিব প্রমুখ।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের প্রতীক্ষায় রয়েছে। এসময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে জরুরী সংস্কার শেষে জাতীয় নির্বাচনের জোর দাবি জানান তারা।