শরীয়তপুরের নড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফাহিম জমাদার (১৮) নামে এক তরুণকে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে লোহার রড ও লাঠি দিয়ে পেটানোয় তিনি অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় সূত্র ও থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জমাদার কান্দি এলাকার বাসিন্দা সোহরাব জমাদারের সঙ্গে প্রতিবেশী জাকির মুন্সির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে জাকির মুন্সির ভাতিজা রাকেশ মুন্সি, সাব্বির মুন্সিসহ কয়েকজন যুবক ফাহিম জমাদারকে কৌশলে ডেকে নিয়ে যান। পরে তাকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে টানা চার ঘণ্টা ধরে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়।পরিবারের সদস্যরা খবর পেয়ে ফাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

নির্যাতনের শিকার ফাহিম বলেন, ‘আমি খেলার মাঠ থেকে ফিরছিলাম। পথে রাকেশ মুন্সি ও সাব্বির আমাকে ডেকে নেন। পরে তারা আমাকে ক্লাবে নিয়ে গিয়ে বেধড়ক পেটান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ফাহিমের বাবা সোহরাব জমাদার বলেন, ‘আমাদের জমি অন্যায়ভাবে দখল নেওয়ার পর আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম। তার প্রতিশোধ নিতে ওরা আমার ছেলেকে তুলে নিয়ে এভাবে নির্যাতন করেছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার বিষয়ে জানতে রাকেশ মুন্সির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘ভুক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দোষীদের ছাড় দেওয়া হবে না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program 2025) একটি নেতৃত্ব উন্নয়নের প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের একটি প্রোগ্রাম যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন ও তাঁদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সক্ষম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন। অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন চলছে।

এ প্রোগ্রামে তিনটি মডিউল আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্বের এই প্রোগ্রাম ৮ সপ্তাহের। এ প্রোগ্রামের অন্যতম সুবিধা হলো আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সম্পূর্ণ অর্থায়িত এ প্রোগ্রামে অংশ নিতে পারেন।

আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ২১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রামটিক আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ প্রোগ্রাম নামে পরিচিত ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের সামাজিক ও আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

১৮ থেকে ২৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরপড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ