এবার রণবীরকে কটাক্ষ করলেন এ আর রাহমান
Published: 13th, February 2025 GMT
মুখচোরা স্বভাবের মানুষ এ আর রাহমান। বিতর্কিত বিষয় নিয়ে সচরাচর মন্তব্য করেন না অস্কারজয়ী এই সংগীত পরিচালক। তবে এবার এক মন্তব্য করে সবাইকে অবাক করে দিয়েছেন রাহমান। বিতর্কিত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে পরোক্ষভাবে বিঁধেছেন রাহমান।
আরও পড়ুনআপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর১২ ফেব্রুয়ারি ২০২৫গতকাল বুধবার ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ছবি ‘ছাবা’র গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির সংগীত পরিচালক হলেন এ আর রাহমান। ‘ছাবা’ছবির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, পরিচালক লক্ষ্মণ উতেকর, প্রযোজক দীনেশ বিজন ও এ আর রাহমান।
এই অনুষ্ঠানে রাহমানকে ভিকি তিনটি ‘ইমোজি’ দিয়ে তাঁর সংগীতকে বর্ণনা করতে বলেন। তখন এই সংগীত পরিচালক তিনটি ‘ইমোজি’র মধ্য থেকে ‘মুখ বন্ধ’ রাখার ইমোজি বেছে নেন। তিনি আলতো হেসে মজার সুরে বলেন, ‘গত সপ্তাহে আমরা দেখেছি যে মুখ খুললে কী হয়।’
এ আর রাহমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ল
এছাড়াও পড়ুন:
কোহলিদের রেখে বেঙ্গালুরুর অধিনায়ক পতিদার কেন
মিডল অর্ডার ব্যাটসম্যান। ভালো ছক্কা মারতে পারেন। টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটটাও সব সময় ভালোই থাকে। তাই বলে ভারত টি-টোয়েন্টি দলের আলোচনায় থাকেন, তেমনটাও নয়। ভারতের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ৩টিই টেস্ট, ১টি ওয়ানডে।
বোঝাই যাচ্ছে, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, সেই রজত পতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটে ‘হাইপ্রোফাইল’ কেউ নন। এমন একজনই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন। তাঁর অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা।
প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই ওঠে—এতজন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় থাকতে পতিদার কেন অধিনায়ক? দলে ভারত জাতীয় দলকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া কোহলি আছেন। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্বও দিয়েছেন। তবে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেই আর অধিনায়কত্বে ফিরতে চান না। চার বছর আগে দায়িত্ব ছাড়ার সময়ই সেটা বলে দিয়েছেন।
কোহলি অধিনায়কত্ব করতে চান না