গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এই আয়োজন চলবে রোববার পর্যন্ত।

দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। সাদপন্থিদের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।

আজ বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন। রোববার ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

এর আগে জুবায়ের আহমদপন্থিদের আয়োজনে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়। শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) দ্বিতীয় ধা‌পের ওই ইজতেমায় উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়। 

মোনাজতে শে‌ষে মূল মঞ্চ থে‌কে জানা‌নো হয় আগামী (২০২৬) বছ‌রের ইজ‌তেমা ২ জানুয়া‌রি থে‌কে ৪ জানুয়া‌রি প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। প‌রের ধাপ হবে ৯ থে‌কে ১১ জানুয়া‌রি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ব ইজত ম দ ব ত য় পর ব ইজত ম

এছাড়াও পড়ুন:

হুমায়ুন ফরীদির জীবনে কত গল্প...

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি আজকের দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে অনন্তকালে যাত্রা করেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ প্রিয় অভিনেতার ১৩তম মৃত্যুবার্ষিকী। অভিনেতার প্রতিটি কথা, বাক্য, জীবনদর্শন এখনো গেঁথে আছে ভক্তদের হৃদয়ে। সেটে সবাইকে কৌতুকে মাতিয়ে রাখতেন। থাকতেন সবার মধ্যমণি হয়ে।
জীবনে অনেক পাগলামি করেছেন হুমায়ুন ফরীদি। দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাবার নিয়ে মজাচ্ছলে গল্প বলেছেন ভক্তদের কাছে। কই মাছের গল্প দিয়ে সাক্ষাৎকারটি শুরু করেন অভিনেতা। গল্পটা অনেকটা এ রকম, হুমায়ুন ফরীদি সিনেমা নিয়ে তখন দারুণ ব্যস্ত। সেটে একদিন বাবুর্চি অভিনেতার কাছে জানতে চাইলেন, তিনি কী খাবেন দুপুরে? হুমায়ুন ফরীদি উত্তরে বলেছিলেন, তোমরা যা দাও, তখন বাবুর্চি বলে উঠলেন, আপনি কখনো কিছু বলেন না, আপনি কিছু বলেন, আমরা সেটা বানাই। তখন হুমায়ুন ফরীদি বাবুর্চিকে বলেন, ‘ভাই কই মাছ খাওয়াইও যদি পারো।’ এর পর থেকে সিনেমার শুটিং থাকলে হুমায়ুন ফরীদির জন্য কই মাছ থাকতই। শুধু সিনেমাতেই নয়, নাটকেও কই মাছই পরিবেশন করা হতো প্রিয় অভিনয়শিল্পীর জন্য।

আরও পড়ুনহুমায়ুন ফরীদি বলেছিলেন, যখন কাউকে ভালোবাসবে, একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে১৩ ফেব্রুয়ারি ২০২৪

ঝাল পছন্দ হুমায়ুন ফরীদির। এমনকি অবাক তথ্যও দিয়েছিলেন শিল্পী। তিনি বলেন, বিদেশে গেলেও আমার পকেটে কাঁচা মরিচ থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ে বন্ধুর বোন খাবার নিয়ে গিয়েছিল, বন্ধু গোসলের পর খাবেন, তার আগেই বন্ধুদের নিয়ে হুমায়ুন ফরীদি সেই খাবার খেয়ে সাবাড় করে খালি বক্স রেখে এসেছিলেন বন্ধুর রুমে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ঈদে কোরবানির জন্য কেনা স্যারের গরুও চুরি করেছেন বন্ধুরা মিলে। সেই গরু সাভার থেকে কসাই এনে ২০ জনের জন্য ১৫ কেজি রান্না করা হয়েছিল, বাকিটা স্যারকে দিয়েছিলাম। সার তো হতভম্ব। ঈদের দিন সকালেই নতুন গরু কিনেছিলেন তিনি।

টেলিভিশন নাটকের দৃশ্যে সুবর্ণা ও হুমায়ুন ফরীদি

সম্পর্কিত নিবন্ধ