ত্রিদেশীয় সিরিজে গতকাল করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলামকে জরিমানা করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন তাঁরা।

আরও পড়ুনবিশ্ব চ্যাম্পিয়নদের টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারতই ৫৮ মিনিট আগে

পেসার শাহিন আফ্রিদিকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আচরণবিধির ২.

১২ ধারা ভেঙেছেন, যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারি, আম্পায়ার, খেলোয়াড়দের সাপোর্ট পারসোনেল, খেলোয়াড় কিংবা যে কারও (দর্শকও) সঙ্গে অসংগত শারীরিক সংঘর্ষে’ জড়ালে আচরণবিধি ভাঙা হয়েছে বলে ধরা হবে।

ওয়ানডেতে পাকিস্তানের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফি ৬ লাখ ৪৪ হাজার রুপি। ২৫ শতাংশ অর্থ জরিমানা মানে এই ম্যাচ ফি থেকে ১ লাখ ৬১ হাজার রুপি (৭০ হাজার টাকা) কেটে নেওয়া হয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে পাকিস্তানের ফাইনালে ওঠার এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে শাহিনের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রোটিয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিৎজকে সিঙ্গেল নিতে গেলে শাহিন ইচ্ছা করে তাঁর দৌড়ে বাধা তৈরি করেন। এতে শারীরিকভাবে সংঘর্ষ হয় দুই খেলোয়াড়ের এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

আরও পড়ুনপ্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে৪ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকার ইনিংসেই ২৯তম ওভারে আরেকটি ঘটনা ঘটে। প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমা রান আউট হওয়ার পর তাঁর খুব কাছে গিয়ে উদ্‌যাপন করেন সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে নামা কামরান গুলাম। এই দুই খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে, যা পাকিস্তানি মুদ্রায় ৬৪ হাজার ৪০০ রুপি করে। বাংলাদেশি মুদ্রায় দুই খেলোয়াড়ের মোট জরিমানার অঙ্ক—৪০ হাজার ১৪৬ টাকা। সব মিলিয়ে তিন খেলোয়াড়ের মোট জরিমানার অঙ্ক ১ লাখ ১০ হাজার ১৪৬ টাকা।

শাকিল ও গুলামের বিরুদ্ধে আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ ভাঙার অভিযোগ আনা হয়েছে। তবে আর্থিক জরিমানা ছাড়াও এই তিন খেলোয়াড়ের শৃঙ্খলার রেকর্ডে ১টি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এই তিন খেলোয়াড়ের শৃঙ্খলা ভাঙার কোনো রেকর্ড নেই। সবাই শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

আগামীকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘নোটবুক উদযাপন’ করায় শাস্তি পেলেন লখনৌর স্পিনার

‘নোটবুক উদযাপন’ করেই শাস্তি পেলেন লখনৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার দিগ্বেশ সিং রাঠি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর বিশেষ ভঙ্গিতে উদযাপন করায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।

ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলটি ছিল শর্ট এবং ওয়াইড। পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্য সেটি পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শার্দুল ঠাকুরের তালুবন্দি হন। মাত্র ৯ বলে ৮ রান করে ফিরে যেতে হয় প্রিয়াংশকে।

উইকেট পাওয়ার পর দিগ্বেশ নোটবুকে নাম লেখার ভঙ্গিতে উদযাপন করেন, যা আম্পায়ারদের নজরে আসে। সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করা হয়। ম্যাচ শেষে আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি দেওয়া হয় এই তরুণ পেসারকে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং রাঠিকে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’

দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ফলে আলাদা শুনানির প্রয়োজন পড়েনি।

দিগ্বেশের এমন উদযাপন ভালোভাবে নেননি ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি সরাসরি বলেছিলেন, ‘আমি বুঝতে পারি, যদি ব্যাটসম্যান টানা ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট নিয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের তো ছয়টি বল থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন এমন কিছু করেন, সেটি অপ্রয়োজনীয় মনে হয়। এটি দেখায় যে বোলার উইকেট পাওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না, তাই পেয়ে এমনভাবে উদযাপন করছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নোটবুক উদযাপন’ করায় শাস্তি পেলেন লখনৌর স্পিনার