বাঞ্ছারামপুরে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
Published: 13th, February 2025 GMT
প্রায় পাঁচ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার এ রায় দেন।
নিহত সাইদুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩০), একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে রিপন মিয়া (৩৩) ও চর শিবপুর গ্রামের কাজল মিয়া (৫০)। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকার করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রিপন ও কাজল আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি রাসেল পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, নিহত সাইদুর ও তিন আসামি রিপন, কাজল ও রাসেল একসঙ্গে চলাফেরা করতেন। কাজল পেশায় রিকশাচালক এবং রিপন ও রাসেল ভাঙারি ব্যবসা করতেন। সাইদুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাটে ফলের ব্যবসা করতেন। সাইদুরসহ বাকি তিন আসামি একসঙ্গে মাদক সেবনসহ জুয়া খেলতেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের কয়েক মাস আগে জুয়া খেলার সময় সাইদুর আসামি রিপন ও কাজলের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর রিপন ও কাজল ধার নেওয়া টাকা পরিশোধ করতে সাইদুরকে বলেন। সাইদুর টাকা পরিশোধের একাধিক তারিখ দেন। সাইদুর ও রাসেলের মধ্যে সুসম্পর্ক ছিল। টাকা উদ্ধারের জন্য রিপন ও কাজল সে সময় রাসেলের শরাণাপন্ন হন। টাকা পরিশোধের কথা বললে সাইদুরের সঙ্গে রাসেলের কথা–কাটাকাটি হয়। এতে কাজল ও রিপন নিহত সাইদুরের উপর ক্ষিপ্ত হন। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে রিপন ও কাজল নিহত সাইদুরকে কড়ইকান্দি ফেরিঘাটে ডেকে নিয়ে টাকা পরিশোধ করতে চাপ দেন। সেখানে রাসেলও উপস্থিত হয়। টাকা পরিশোধ করতে না পারায় আসামিদের সঙ্গে নিহত সাইদুরের ঝগড়া হয়। ২৯ সেপ্টেম্বর টাকা পরিশোধ করবে বলে সাইদুর তাঁদের আশ্বস্ত করেন। কিন্তু টাকা পরিশোধ করতে না পারায় ২৯ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাটে দক্ষিণপাশের বাড়িতে বসে সাইদুরকে হত্যার পরিকল্পনা করেন রিপন, রাসেল ও কাজল। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় সাইদুলকে কৌশলে ডেকে মেঘনপারের বাহেরচর গ্রামের মেঘনা নদীর তীরের এক জমিতে নিয়ে যান। একপর্যায়ে তারকাটা উঠানো রডের কাউয়াল দিয়ে সাইদুরকে প্রথমে ঘাড়ে এবং পরে পর্যায়ক্রমে গলায় ও ঘাড়ে আঘাত করে ও অবশেষে গলায় চেপে ধরে হত্যা করেন। পরে তাঁর লাশ মেঘনা নদীতে ফেলে দেন তাঁরা। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বাহেরচর লঞ্চঘাটের মেঘনা নদীর পাড়ে সাইদুরের ক্ষতবিক্ষত ও গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বাঞ্ছারামপুর থানার তৎকালীন ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। ২০২০ সালের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এই মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দেন আদালত।
উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা লোকমান মিয়া বাদী হয়ে রাসেলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। নিহত সাইদুর সম্পর্কে লোকমানের স্ত্রীর বড় ভাই।
আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) ফখর উদ্দিন আহমেদ খান বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর শ ধ করত ২০১৯ স ল র স প ট ম বর র ব হ রচর উপজ ল র
এছাড়াও পড়ুন:
‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থাৎ এখন থেকে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি।
মঙ্গলবার (২২ এপ্রিল) ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে এবং দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় মূলভিত্তি সম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় সিকিউরিটিজে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিসমূহের একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে আইসিবিকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এক্ষেত্রে আইসিবি কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর প্রাসঙ্গিক বিধিমালা যথাযথভাবে পরিপালন করতে হবে। এ ছাড়া,কমিশনের পত্র নং-BSEC/SRMID /2011/1240/847; তারিখ: অক্টোবর ২৯, ২০১৯ এর আওতায় শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক কর্তৃক শেয়ার ধারণ সংক্রান্ত কমিশনের নোটিফিকেশন নং-BSEC/CMRRCD/2009-193/217/Admin/ 90; তারিখ: মে ২১, ২০১৯ এর প্রাসঙ্গিক শর্তাবলী যথাযথভাবে পরিপালন করতে হবে।
ঢাকা/এনটি/এনএইচ