Prothomalo:
2025-02-13@14:14:33 GMT

অর্থ বুঝে নামাজ পড়ার ফজিলত

Published: 13th, February 2025 GMT

সুরা ফাতিহায় আমরা যখন বলি, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন (সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হামিদা নি, আবদি (আমার বান্দা আমার প্রশংসা করল)।’ অতঃপর আমরা যখন বলি—‘আর রাহমানির রাহিম (তিনি পরম করুণাময় অতি দয়ালু)’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আছনা আলাইয়া আবদি (আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল)।’

এরপর যখন আমরা বলি, ‘মালিকি ইয়াওমিদ্দিন (তিনি বিচারদিনের মালিক)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘মাজ্জাদানি আবদি (আমার বান্দা আমাকে সম্মানিত করল)।’ এরপর আমরা যখন বলি, ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন (শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হাজা বাইনি ওয়া বাইনা আবদি (এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে—বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে, আমি তাকে সাহায্য-সহযোগিতা করব)।’

আমরা যখন বলি, ‘ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন! (আমাদের সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন; তাদের পথ নয় যারা পথভ্রষ্ট; আর না যারা অভিশপ্ত)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘লিআবদি মা ছাআল (আমার বান্দা যা চায়, তার জন্য তা-ই)।’ (সহিহ মুসলিম, ৩৯৫)

সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুবহানা রাব্বিয়াল আজিম অর্থ

এরপর আমরা অন্য একটি সুরা মেলাই। আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। বলি: সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি।’

সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ

রুকু থেকে উঠে বলি, ‘সামি আল্লাহ হুলিমান হামিদা।’

অর্থ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তঁার প্রশংসা করে।

আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ অর্থ

তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’,

অর্থ: হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।

সুবহানা রাব্বিয়াল আলা অর্থ

তারপর আমরা সিজদায় গিয়ে বলি: সুবহানা রাব্বিয়াল আলা,

অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এভাবে নামাজ শেষে, মধ্য (দুই রাকাত, চার রাকাত ভিত্তিতে) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি।’

পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে এল তাশাহুদে যা পড়ি তার অর্থ

‘সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’

দরুদে যা পড়ি তার অর্থ:

‘হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত।’

দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ

‘হে আল্লাহ! আমি আমার ওপর অত্যধিক জুলুম করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু।’

দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি।

নামাজে আল্লাহর দিদার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ব ন দ দ র ওপর র জন য

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে ধাক্কার পর উল্টে গেল ট্রাক, মোটরসাইকেল আরোহী নিহত

দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সড়ক বিভাজকে। এরপর ট্রাকটি উল্টে পড়ে পাশে থাকা একটি লেগুনা ও একটি মোটরসাইকেলের ওপর। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের এক আরোহী। আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. আক্তার হোসেন। তিনি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। এলাকায় একটি রেস্তোরাঁ রয়েছে তাঁর।

দুর্ঘটনাকবলিত লেগুনার চালক নুরুল মোস্তফা প্রথম আলোকে বলেন, সকালে সড়কের একপাশে দাঁড়িয়ে গাড়িতে যাত্রী নিচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন লেগুনার পাশে আসেন। জানতে চান বাজার থেকে কেনা তাঁর কিছু পণ্য রেস্তোরাঁয় নিয়ে যেতে কত টাকা ভাড়া দিতে হবে। ভাড়া নিয়ে দরদাম করার সময় কয়লাবোঝাই ট্রাকটি পাশের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর উল্টে লেগুনা ও মোটরসাইকেলের ওপর পড়ে। নুরুল মোস্তফা বলেন, ‘ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা আক্তার হোসেন ঘটনাস্থলে মারা যান। আমার লেগুনা ক্ষতিগ্রস্ত হলেও আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।’

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ স্বজনেরা নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ‘ধারণা করছি, চালক ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • কফিনমিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
  • হাসিনার পাশে না থাকলে ক্রসফায়ারে যেতে হত: নজরুল মজুমদার
  • দোয়া কুনুত: বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম
  • ছবি তুলতে গেলে চটেন শম্ভু, বলেন ‘ব্যাডা, কোনো কাম নাই’
  • আবারো সেই ঘুরে দাঁড়ানো রিয়ালে ধরা ম্যানসিটি 
  • যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এল
  • নাসা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রিমান্ডে 
  • সড়ক বিভাজকে ধাক্কার পর উল্টে গেল ট্রাক, মোটরসাইকেল আরোহী নিহত
  • বরগুনায় বাসের ধাক্কায় নিহত ৩