বইমেলায় কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’
Published: 13th, February 2025 GMT
রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলে কি তাই? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর পরতে পরতে। আর এই মজার হাটে যে যেমন খরিদদার সে সেটুকুই কেনেন। কেউ স্রেফ হাসেন, কেউ হাসতে হাসতে ভাবেন। কেউ আবার খুঁজে পান অমূল্য কিছু।
এবার অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের রম্য গল্পের বই ‘শাপে বর’। এতে রয়েছে পাঁচটি রম্যগল্প। টি-শার্ট, চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন ও শরতের একদিন। এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভাণ্ডার। গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং শেখায়।
জীবন মানেই লড়াই। বিপদে, আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড় ‘শাপে বর’ আর কী হতে পারে !
বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মানব। অলংকরণ তাপস সরকার। দাম ১৬০ টাকা।
কমলেশ রায়ের রম্যরচনায় উইট আর হিউমার মাখামাখি করে থাকে। পাঠকের হৃদয়কে যা হাস্যরসে ভরপুর করে তোলে। রম্যগল্প যারা ভালোবাসেন তারা অনায়াসে বইটি রাখতে পারেন পছন্দের তালিকায়। রকমারি ও পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ‘শাপে বর’ বইটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগের ২০ নেতা-কর্মী কারাগারে
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী সাজ্জাদুল কবির, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ ও পান্নু সরদার।
রাজবাড়ী দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও তাঁরা শর্ত ভঙ্গ করেছেন। যে কারণে আজ তাঁরা সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে সদর থানায় ১৭০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বেশ কয়েকজনকে।