বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারতই
Published: 13th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান। আইসিসি দলীয় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিকেরা। কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা পাকিস্তান এক ধাপ এগিয়েছে আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। গতকাল শ্রীলঙ্কার কাছে হারা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠেছে দুইয়ে। শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া খুইয়েছে ২ পয়েন্ট, অন্যদিকে এক জয়ে পাকিস্তানেরও পয়েন্ট বেড়েছে ২টি।
ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করা ভারতই সবার ওপরে। ১১৯ রেটিং পয়েন্ট দলটির। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে ১টি। ধবলধোলাই হওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক কমে হয়েছে ৯২।
ওয়ানডের এক নম্বর দল ভারত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫০-এ গিলের সেঞ্চুরি, ইংল্যান্ডকে ধবলধোলাই ভারতের
নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আহমেদাবাদের এই স্টেডিয়ামে ভারতীয় দল সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০২৩ সালের ১৯ নভেম্বর। যে ম্যাচের দিকে গোটা ভারত তাকিয়ে ছিল বিশ্বকাপ ট্রফির জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মাদের হারে ভারতীয়দের জন্য রাতটি হয়ে উঠেছিল যন্ত্রণাময়। বিশ্বকাপ ফাইনালের প্রায় দেড় বছর পর আজ সেই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নেমেছিল ভারত।
এবার চিত্র সম্পূর্ণই ভিন্ন। শুবমান গিলের সেঞ্চুরিতে ভারতের স্কোরবোর্ডে উঠল ৩৫৬। যে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেল ২১৪ রানে। ভারত ১৪২ রানে শুধু ম্যাচই জেতেনি, তিন ম্যাচের সিরিজও জিতল ৩-০ ব্যবধানে। ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের আনন্দ নিয়েই আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।