বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলটি মনিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’— এমন নানা স্লোগান দেন।

পরে সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তারা আগামী শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।

তারা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে তারা নগরের তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও বিক্ষোভ-সমাবেশ হয়।

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

সম্প্রতি পদোন্নতি পাওয়া এই অতিরিক্ত সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

আরো পড়ুন:

শাহবাগ থেকে সরে গেলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক

ডিপিএলে এবারও নেই বিদেশি ক্রিকেটার

শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। 
 

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ