পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের (বিএসসি) পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

 

ঢাকা/এনটি/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যুবলীগের সক্রিয় ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আদমজী শিমুলপাড়া এলাকার মৃত মো. মোস্তফার ছেলে মো. রনি (৩৭), সাইলোগেইট সর্দারপাড়ার মৃত নূরুল হক ভূঁইয়ার ছেলে রিকাবুল (৫০) ও মিজমিজি দক্ষিণপাড়ার মুনসুর আলির ছেলে স্বপন (৪৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা যুবলীগের সক্রিয়কর্মী। তারা দেশের শান্ত পরিস্থিতিকে আশান্ত করার পরিকল্পনাকারী ও সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ