আগামীকাল শুক্রবার রাতে ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি-পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। ডিএমপি অরডিন্যান্স-১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি (পবিত্র শবে বরাত) ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন কোটি টাকার আতশবাজি জব্দ

কুমিল্লায় ৩ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা বাজারে চোরাচালান প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের অভিযানে আতশবাজিগুলো জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তসহ বিজিবি ও র্যা ব সদস্যদের সমন্বয়ে গঠিত চোরাচালান বিরোধী টাস্কফোর্স কাবিলা বাজারে অভিযান চালায়। এ সময় মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা মালপত্র বোঝাই একটি ট্রাকে তল্লাশী করে ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি পাওয়া যায়। 

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, টাস্কফোর্সের অভিযানে জব্দ মালপত্রের আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। এগুলো কাস্টমসে জমা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
  • তিন কোটি টাকার আতশবাজি জব্দ