ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.

৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৬ কোম্পানির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।

এদিন ডিএসইতে মোট ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে ৯৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩২.৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

দিনশেষে সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত ড এসই স এসই

এছাড়াও পড়ুন:

২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গবার (১৫ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘02Y BGTB 09/04/2027’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB2Y0427'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88533"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB2Y0427'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50299"।

আরো পড়ুন:

রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৯ এপ্রিল শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৪১৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.১৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
  • সূচকের পতন, কমেছে অধিকাংশের শেয়ারদর