চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনই বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল অফিস ও ক্লাবের পাশের ছোট জঙ্গলের মধ্যে লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। পরে বোমা ধারণা করে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। 

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। 

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু। 

এ বিষয়ে জানতে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বি হাসানের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানের ৮০ ভাগ স্বাস্থ্যসেবা বন্ধের ঝুঁকিতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তহবিল সংকটের কারণে ২০২৫ সালের জুনের মধ্যে আফগানিস্তানে তাদের পরিচালিত ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

ডব্লিউএইচও জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহায়তা কমানোয় ইতোমধ্যে ১৬৭টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। জরুরি পদক্ষেপ না নিলে আরও ২২০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে ১৮ লাখের বেশি আফগান নাগরিক, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। 
ডব্লিউএইচও আফগানিস্তানের প্রধান এডউইন সেনিজা সালভাদর বলেন, এটি শুধু অর্থসংকট নয়, এটি একটি মানবিক বিপর্যয়, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি বিপন্ন করবে। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা জাতিসংঘ ও দাতাদের সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। এএফপি।

সম্পর্কিত নিবন্ধ