র্যাপারের মরদেহ উদ্ধার, অভিযোগের তীর স্ত্রীর দিকে
Published: 13th, February 2025 GMT
অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র্যাপার অভিনব সিংয়ের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা, ঘটনাটি রোববার রাতে ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।
আরও জানা গেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর ঘটনায় ওডিশার লালবাগ থানায় অভিযোগ করেছে অভিনবের পরিবার। তাঁর বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাঁদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের।
ওডিশি র্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল অভিনব সিংয়ের। র্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান এ র্যাপার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অভিযানে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড-এসআই, গ্রেপ্তার ২
কুমিল্লার দাউদকান্দিতে কৃষি জমির মাটি ড্রেজার দিয়ে কাটার ঘটনায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। তবে অভিযানে গিয়ে হামলায় এসিল্যান্ড-পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা সিন্ডিকেট কৃষি জমি অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধভাবে মাটি কাটার মেশিন উচ্ছেদ করতে গেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুবারকপুর গ্রামের জামালের ছেলে শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হোসেনের ছেলে হাসেন, তার স্ত্রী সেলিনা, বোন সাথী, ওহাবের ছেলে শরীফ, আব্দুল কুদ্দুসের ছেলে জামিরসহ ২০-৩০ জন এসিল্যান্ড ও পুলিশের ওপর হামলা চালায়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ, এসআই মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, হামলায় জড়িত হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলা চালানো হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।