র্যাপারের মরদেহ উদ্ধার, অভিযোগের তীর স্ত্রীর দিকে
Published: 13th, February 2025 GMT
অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র্যাপার অভিনব সিংয়ের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা, ঘটনাটি রোববার রাতে ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।
আরও জানা গেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর ঘটনায় ওডিশার লালবাগ থানায় অভিযোগ করেছে অভিনবের পরিবার। তাঁর বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাঁদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের।
ওডিশি র্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল অভিনব সিংয়ের। র্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান এ র্যাপার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন
দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program 2025) একটি নেতৃত্ব উন্নয়নের প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের একটি প্রোগ্রাম যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন ও তাঁদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সক্ষম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন। অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন চলছে।
এ প্রোগ্রামে তিনটি মডিউল আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্বের এই প্রোগ্রাম ৮ সপ্তাহের। এ প্রোগ্রামের অন্যতম সুবিধা হলো আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সম্পূর্ণ অর্থায়িত এ প্রোগ্রামে অংশ নিতে পারেন।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রামটিক আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ প্রোগ্রাম নামে পরিচিত ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের সামাজিক ও আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।
১৮ থেকে ২৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরপড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।