চট্টগ্রাম মহানগরে বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পর্যন্ত অভিযান বিশেষ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
  
গ্রেপ্তাররা হলেন- মো.

জোবায়ের খান প্রকাশ জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), মো. জসিম উদ্দিন (২৯), মো. জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৫), মো. রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৪), হাসনাত জামান বাবু (৪২), মো. ইফতার হোসেন আলভি (২০),  মো. হৃদয় (১৯), মো. সাইফুল ইসলাম (৫৬), মো. রমজান আলী (৫৫), মো. নুর (৪৮), মো. ইমরান হোসেন (৩২), এসএম ইউসূফ লিটন (৪৮), মো. এনাম (৩৫), মো. আব্দুল জলিল রিফাত (২৫), রিয়াদ হোসেন (২১), শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মো. মঞ্জুর আলম (৪০), মো. নাজিম উদ্দিন (৪২), মো. ফয়সাল আক্তার চৌধুরী, মো. শওকত মামুন (৫২), মো. সোলাইমান (৩০), সেকান্দর মিয়া (৫০), মো. আজিম উদ্দিন (২৩), মো. সৌরভ চৌধুরী (২৮), ফারুক (২৯), আবুল কালাম (৫৮), আল আমিন (১৯), নাছির উদ্দিন নাহিদ (৪০) এবং মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।

ঢাকা/রেজাউল/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ব গত র ত

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করে শোনাতে পারে যে অ্যাপ

ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে ভিন্ন ভাষায় কথা বলা ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। ভিডিও কলে কথা বলার সময় এ সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। আর তাই ভিডিও কলে ভিন্ন ভাষার মানুষের সঙ্গে নির্বিঘ্নে কথা বলার সুযোগ করে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপ উন্মুক্ত করেছে টালো এআই। প্রতিষ্ঠানটির তৈরি টালো অ্যাপ সরাসরি গুগল মিট ও মাইক্রোসফট টিমসের সঙ্গে যুক্ত হয়ে তৎক্ষণাৎ এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করতে পারে।

এআইভিত্তিক অনুবাদপ্রযুক্তি ইতিমধ্যেই স্যামসাংয়ের গ্যালাক্সি এআইয়ের মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত হচ্ছে। তবে সেগুলো নির্দিষ্ট স্মার্টফোনে ব্যবহার করা যায়। তবে টালো আলাদা একটি অ্যাপ এবং এটি যেকোনো স্মার্টফোন বা প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করতে সক্ষম।

প্রাথমিকভাবে টালো অ্যাপ ৩২টি ভাষা সমর্থন করে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি উন্নত অডিও প্রযুক্তি ব্যবহার করে থাকে। ফলে মনে হবে, ব্যবহারকারীরা যেন একই ভাষায় কথা বলছেন। ভবিষ্যতে অ্যাপটিতে ১০০টির বেশি ভাষা যোগ করার পরিকল্পনা রয়েছে।

টালো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা আন্তন সেলিখভ বলেন, ‘আমার আগের সফটওয়্যার ২০ লাখের বেশি ব্যবহারকারী ব্যবহার করতেন। কিন্তু ভাষার কারণে প্রত্যেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কঠিন হয়ে পড়ত। সেই চ্যালেঞ্জ দূর করতেই টালো অ্যাপ তৈরি করেছি। এটি ভিডিও কলে রিয়েল টাইম অনুবাদ করতে পারে।’

সূত্র: বিজিআর

সম্পর্কিত নিবন্ধ