অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র‍্যাপার অভিনব সিংয়ের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা, ঘটনাটি রোববার রাতে ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র‌্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।

আরও জানা গেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র‍্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুর ঘটনায় ওডিশার লালবাগ থানায় অভিযোগ করেছে অভিনবের পরিবার। তাঁর বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাঁদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

ওডিশি র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল অভিনব সিংয়ের। র‍্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান এ র‌্যাপার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াড ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। প্রতিপক্ষ পাকিস্তানের ‘এ’ দল, শাহিনস। সেই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হ্যারিস, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে নেই। আগামী ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে মূল দলের কোনো ক্রিকেটার নেই। কারণ, বাবর আজমদের দল ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রস্তুতি সেরেছে। তবে অন্য দলের প্রস্তুতির সুযোগ দিতে শাহিনস তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার একটি বাংলাদেশ দলের বিপক্ষে। পাকিস্তান শাহিনসের ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হ্যারিস ছাড়াও রয়েছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীরসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার।

এদিকে, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তান শাহিনস স্কোয়াড: মোহাম্মদ হ্যারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

সম্পর্কিত নিবন্ধ