স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
Published: 13th, February 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান বলেন, ‘‘মামলার তিন আসামির মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন। মামলা চলাকালে আরেক আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এর জেরে, ২০১৬ সালের ৯ নভেম্বর স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হলো দুতের্তেকে
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথমবারের মতো হাজির করা হয়েছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার ম্যানিলা থেকে একটি ফ্লাইটে দুতের্তেকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানায় কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে নেওয়া হয়।
রদ্রিগো দুতের্তে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত যখন ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর মাদকবিরোধী অভিযানে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল তার নির্দেশে। এ ছাড়া ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত তিনি যখন দাভাওয়ের মেয়র ছিলেন তখনও তার বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগে তার মানবতাবিরোধী অপরাধ সংঘটনের তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
সোমবার হংকং থেকে রাজধানী ম্যানিলা বিমানবন্দরে অবতরণ করলেই গ্রেপ্তার করা হয় দুতের্তেকে। তার সমর্থকদের অভিযোগ, দেশের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যবহার করছেন।
ঢাকা/শাহেদ