অনেক সময় ব্যস্ততার কারণে বা মনের ভুলে নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠানো সম্ভব হয় না। ফলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে জিমেইলে ‘শিডিউল সেন্ড’ নামের একটি সুবিধা রয়েছে, যা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ঠিকানায় ই-মেইল পাঠানো যায়। জিমেইলের ই-মেইল শিডিউল সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—

স্মার্টফোন থেকে শিডিউল সেন্ড সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাপ চালু করে ‘কম্পোজ’ অপশনে যেতে হবে। এরপর প্রাপকের নাম, বিষয় ও ই-মেইল লেখার পর ওপরের ডান কোণে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা ‘শিডিউল সেন্ড’ অপশনে ক্লিক করে তারিখ ও সময় নির্বাচন করলেই নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ঠিকানায় ই-মেইল চলে যাবে।

আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫

কম্পিউটার থেকে ই-মেইল শিডিউল সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাপকের নাম, বিষয় ও ই-মেইল লেখার পর নিচে থাকা সেন্ড অপশনের অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এবার শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলে আগে থেকে নির্ধারিত কিছু সময় দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলটি প্রাপকের কাছে চলে যাবে।

আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ক কর

এছাড়াও পড়ুন:

ধর্ষণচেষ্টার অভিযোগে পি‌টিয়ে হত্যা, প‌রিবা‌রের দাবি পূর্বশত্রুতা

বরিশাল নগরীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন নামে স্থানীয় যুবক গণধোলাইয়ের শিকার হয়ে মারা গেছেন। 

শনিবার সন্ধ্যার পর নগরীর ধান গবেষণা রোড এলাকায় স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হলে রাত ৮টায় সে মারা যায়। 

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান গণধোলাইয়ে আহত হয়ে হাসপাতালে যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী শিশুর বাবা শনিবার সন্ধ্যায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অ‌ভি‌যো‌গে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটি একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের ঘরে যান। ঘরে একা পেয়ে সুজন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সুজন পালিয়ে যান। 

এরপর ভুক্তভোগী শিশুটির বাবা থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ তদ‌ন্তে নামে। এদিকে স্থানীয়রা সুজনকে পুলিশের হাতে তুলে দিতে তাকে আটকে রাখে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সুজনকে গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু ঘটে। 

সুজনের স্বজনেরা দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগে সুজনকে মেরে ফেলা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। 

কোতয়ালী মডেল থানার এসআই মানিক সাহা বলেন, ‘‘নিহতের লাশ  শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’’

ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ভুক্তভোগী শিশুর  বাবার  করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায়ও আইনি ব্যবস্থা নেয়া হবে।’’
হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ আটক হননি বলেও জানান মিজানুর রহমান।

  পলাশ//

সম্পর্কিত নিবন্ধ

  • সেদিন রানার জন্যই খেলেছিল বাংলাদেশ
  • ধর্ষণের দায় একাই নিচ্ছেন মাগুরার সেই শিশুর বোনের শ্বশুর
  • বরগুনার সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান, পাশে থাকার আশ্বাস
  • মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে
  • কখন আসছেন হামজা, গন্তব্য কোথায়?
  • দেশে বয়ে চলেছে বছরের প্রথম তাপপ্রবাহ
  • ‘পোলারে মাইর্যা ফালাইছে, নাতনিডার জীবনও শ্যাষ করলো’
  • দুর্নীতি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর 
  • ধর্ষণচেষ্টার অভিযোগে পি‌টিয়ে হত্যা, প‌রিবা‌রের দাবি পূর্বশত্রুতা
  • ফেসবুক প্রোফাইল ও পোস্টে গান যোগ করবেন যেভাবে