জিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে
Published: 13th, February 2025 GMT
অনেক সময় ব্যস্ততার কারণে বা মনের ভুলে নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠানো সম্ভব হয় না। ফলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে জিমেইলে ‘শিডিউল সেন্ড’ নামের একটি সুবিধা রয়েছে, যা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ঠিকানায় ই-মেইল পাঠানো যায়। জিমেইলের ই-মেইল শিডিউল সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—
স্মার্টফোন থেকে শিডিউল সেন্ড সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাপ চালু করে ‘কম্পোজ’ অপশনে যেতে হবে। এরপর প্রাপকের নাম, বিষয় ও ই-মেইল লেখার পর ওপরের ডান কোণে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা ‘শিডিউল সেন্ড’ অপশনে ক্লিক করে তারিখ ও সময় নির্বাচন করলেই নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ঠিকানায় ই-মেইল চলে যাবে।
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫কম্পিউটার থেকে ই-মেইল শিডিউল সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাপকের নাম, বিষয় ও ই-মেইল লেখার পর নিচে থাকা সেন্ড অপশনের অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এবার শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলে আগে থেকে নির্ধারিত কিছু সময় দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলটি প্রাপকের কাছে চলে যাবে।
আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর
এছাড়াও পড়ুন:
স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালীতে সুমাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী রমজান আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার আজিজুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সুমাইয়া আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন রমজান আলী। এরপর গ্রেপ্তার এড়াতে স্ত্রীর লাশ খাটের ওপর রেখেই বান্দরবানে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে। এরপর এক আত্মীয়কে দিয়ে কৌশলে ডেকে এলাকায় এনে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে নিহত সুমাইয়া আক্তারের মা এ ঘটনায় মহেশখালী থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহত ব্যক্তির পরিবার জানায়, তিন বছর আগে সুমাইয়ার সঙ্গে রমজানের বিয়ে হয়। মাস তিনেক পর থেকেই নানা অজুহাতে রমজান সুমাইয়ার ওপর নির্যাতন করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আবারও রমজান আলী তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালান। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়াকে হত্যা করেছেন।
নিহত সুমাইয়ার স্বজন মোহাম্মদ ছৈয়দ কবির বলেন, গতকাল সকাল সাতটার দিকে সুমাইয়ার ছোট ভাই সাইফুল ইসলাম বোনের শ্বশুরবাড়িতে গিয়ে খাটের ওপর লাশটি দেখতে পায়। এ সময় সুমাইয়ার দুই বছরের মেয়ে পাশে ঘুমাচ্ছিল।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে রমজান আলী তাঁর স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শনিবার সকালে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তাঁর।