যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচিতে ৭৫ হাজার সরকারি কর্মী যুক্ত
Published: 13th, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫ হাজার কর্মী। বুধবার ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের আকার সংকুচিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তার অংশ হিসেবে ২৩ লাখ বেসামরিক সরকারি কর্মীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
এ উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসন প্রণোদনার বিনিময়ে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব (বাইআউট কর্মসূচি) দিয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, এই বিপুল জনশক্তির একটি অংশ অকার্যকর এবং তার প্রশাসনের প্রতি পক্ষপাতদুষ্ট।
স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির পাশাপাশি ট্রাম্প প্রশাসন বিভিন্ন সরকারি সংস্থাকে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, কিছু সরকারি সংস্থার ৭০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকটি সংস্থা নিয়োগপ্রাপ্ত কর্মীদের চাকরিচ্যুত করা শুরু করেছে।
সরকারি কর্মীদের স্বার্থ রক্ষায় শ্রমিক ইউনিয়নগুলো ট্রাম্প প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে,ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যায় না।
প্রস্তাব অনুযায়ী, স্বেচ্ছা পদত্যাগের বিনিময়ে সংশ্লিষ্ট কর্মীরা আগামী অক্টোবর পর্যন্ত কোনো কাজ না করেও নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এটি নিশ্চিত নয়, কারণ বর্তমান সরকারি ব্যয়সংশ্লিষ্ট আইনগুলোর মেয়াদ ১৪ মার্চ শেষ হচ্ছে।
যেসব কর্মী স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করবেন না, তারা ১৪ মার্চের পর বেতন ও অন্যান্য সুবিধা পাবেন কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এমনকি তাদের চাকরিচ্যুত করার সম্ভাবনাও রয়েছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার প্রশাসনে নতুন একটি বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েনসি’ গঠন করেছেন এবং এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ধনকুবের ইলন মাস্ককে।
ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট থেকে এক লাখ কোটি ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছর কেন্দ্রীয় বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৫ হাজার কোটি ডলার, যার ৫ শতাংশেরও কম সরকারি কর্মচারীদের বেতন বাবদ ব্যয় করা হয়।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মার্কিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ছাঁটাই ও প্রশাসনিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমের ওপর দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পদত য গ কর ম দ র কর ছ ন সরক র
এছাড়াও পড়ুন:
প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
কৃষক-শ্রমিক-জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘‘আসলে দেশে একটা হতাশা কাজ করছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের সম্পর্ক নেই। ভীষণ কষ্টে আছে মানুষ। এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না।’’
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
ত্রয়োদশ সাধারণ নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘‘সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিৎ। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।’’
কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষকশ্রমিক জনতালীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।
ঢাকা/কাওছার/বকুল