বছরে আয় ৩১৫০ কোটি টাকা, আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো
Published: 13th, February 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো ৪০ ছুঁয়েছেন গত সপ্তাহে। এ বয়সে পা রাখার আগেই অনেকে বুট তুলে রাখেন, কিন্তু রোনালদো ব্যতিক্রম। এখনো খেলে যাচ্ছেন, নিয়মিতই গোল করছেন, ৯২৪ গোল হয়ে গেছে। সামনে এখন হাজার গোলের হাতছানি। এরই মধ্যে আরেকটি অর্জনেরও দেখা পেলেন পর্তুগিজ কিংবদন্তি। খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র হিসাবে এবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের সিংহাসনটি রোনালদোর। টানা দ্বিতীয়বার আয়ে সবার ওপরে আল নাসর তারকা।
আরও পড়ুনবিশ্বকাপেও সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মদ২ ঘণ্টা আগেগত বছর রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বিভিন্ন স্পনসর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে চার কোটি ডলার।
পেশাদার খেলাধুলা অপেক্ষাকৃত তরুণদের জন্য হলেও এবার স্পোর্টিকোর তালিকায় শীর্ষ আট আয়কারী ক্রীড়াবিদের মধ্যে শুধু নেইমারের বয়স ৩৫ বছরের নিচে। বাকি সাতজন ৩৫ পার করেছেন।
৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয়। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর পারিশ্রমিক বাবদ পেয়েছেন ৫ কোটি ৩৮ লাখ ডলার। বিভিন্ন স্পনসর থেকে আয় করেছেন ১০ কোটি ডলার। সব মিলিয়ে গত বছর কারির মোট আয় ১৫ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ শীর্ষ আয়কারী অ্যাথলেটদের মধ্যে রোনালদোর আয় বছরে অন্তত ২০ কোটি ডলার ছুঁয়েছে। রোনালদো এ নিয়ে টানা আট বছর অন্তত ১০ কোটি ডলার আয় করলেন। গত বছরও তাঁর ২০ কোটি ডলার ছুঁয়েছিল। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এ পর্যন্ত ক্যারিয়ারে রোনালদোর মোট আয় ১৮০ কোটি ডলার।
ব্রিটেনের ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি ১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করে এই তালিকার তিনে। গত বছর পারিশ্রমিক বাবদ আয় করেছেন ১৪ কোটি ডলার। বাকি ৭০ লাখ ডলার আয় করেছেন স্পনসর চুক্তি থেকে। ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি গত বছর মোট ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে তালিকার চারে। পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করে পাঁচে বাস্কেটবল কিংবদন্তি ৪০ বছর বয়সী লেব্রন জেমস।
আরও পড়ুনফুটবল ছেড়ে কি আমেরিকান ফুটবলে যোগ দেবেন হ্যারি কেইন৫ ঘণ্টা আগেশীর্ষ পাঁচজনের মধ্যে ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড় দুজন করে, অন্যজন বক্সার। শীর্ষ দশ আয়কারীর মধ্যে ফুটবলারই সবচেয়ে বেশি—পাঁচজন। বক্সার ও বাস্কেটবল খেলোয়াড় দুজন করে ও গলফার একজন।
সান্তোসে ফেরা নেইমার গত বছর ১৩ কোটি ৩০ লাখ ডলার আয় করে তালিকার ছয়ে। আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ১১ কোটি ৬০ লাখ ডলার আয় করে আটে। ১১ কোটি ডলার আয় করে নয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটদের শীর্ষ দশে নেইমারও আছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স ক টবল বছর বয়স গত বছর ফ টবল ত বছর র বয়স বদন ত
এছাড়াও পড়ুন:
২৫০০ মানুষের ‘ভালোবাসার’ দৌড়
সারা বিশ্বের মতো ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস ঢাকায়ও পালিত হবে। তবে হাতিরঝিলে আগামী শুক্রবারের ভোরটা হবে একটু ব্যতিক্রমী। দৌড়কে ভালোবেসে দেশ–বিদেশের আড়াই হাজার মানুষ সেদিন রাস্তায় নামবে। বাংলাদেশসহ ১৫টি দেশের দৌড়বিদেরা অংশ নিচ্ছেন এবারের ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিমি ২০২৫’ প্রতিযোগিতায়।
রান বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার শুরুটা হবে ভোর পাঁচটায়। দৌড়বিদেরা ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষার জন্য দৌড়াবেন। এ জন্য এবারের স্লোগান হচ্ছে—‘রান টু সেভ ঢাকা’স হেরিটেজ’ বা ‘ঢাকার ঐতিহ্য রক্ষায় দৌড়’। সুস্থতার জয়গান গাইতে, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং ঢাকার সমৃদ্ধ ঐতিহ্যকে উদ্যাপন করতে একত্র হবেন এই দৌড়বিদেরা।
প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস থেকে সনদপ্রাপ্ত এবং এআইএমএসের পূর্ণ সদস্যপদ লাভ করেছে। প্রথমবারের সাফল্যের পর রান বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এবারের আয়োজন করতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পনসর ক্লেমন আর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছে প্রথম আলো।
এআইএমএস সার্টিফায়েড রেস ট্র্যাকে ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের তিনটি ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। প্রতিযোগিতায় অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে নতুন দৌড়প্রেমী সবার জন্য চমকপ্রদ এক অভিজ্ঞতা হবে।
নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণ থাকবে এই দৌড় প্রতিযোগিতায়