পরিবর্তিত পরিস্থিতিতে আবাহনী ফুটবলের দল গঠন করতে গিয়ে পড়ে বেকায়দায়। জোড়াতালি দিয়ে দেশি ফুটবলারদের নিয়ে ঘর গোছানো আকাশি-নীল জার্সিধারীরা এখন প্রিমিয়ার লিগে আছে শিরোপা রেসে। প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা একেএম মারুফুল হকের দল শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে।

যে ফর্মে আছে সাবেক চ্যাম্পিয়নরা, লিগের দ্বিতীয় পর্বে সেটা ধরে রাখতে পারলে হারানো মুকুট পুনরুদ্ধারের সুযোগ। সেই সুযোগটি কাজে লাগাতে মরিয়া আবাহনী দলের শক্তি বাড়াতে নেমেছে বিদেশির সন্ধানে। দলটিতে খেলে গেছেন এমন কয়েকজন ফুটবলারকে নতুন করে আনার চেষ্টায় তারা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো ছাড়াও একাধিক খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিন বিদেশি নেওয়ার একটা বাজেটও দেওয়া হয়েছে। সেটা অনুমোদন হলে টাকার অঙ্কের ওপর নির্ভর করছে কী মানের বিদেশি আনতে পারবে আবাহনী।

এবারের মৌসুমে ১৩ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে ঢাকা আবাহনী। তাই রক্ষণভাগে যারা আছেন, তাদের ওপরে আস্থা রাখতে চাইছে ক্লাব। বিদেশি নেওয়ার ক্ষেত্রে আবাহনী জোর দিচ্ছে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগে। যে কারণে রাফায়েল অগাস্তোর প্রতি আগ্রহ আছে তাদের।

সমকালের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আবাহনীর সঙ্গে রাফায়েলের একটা আত্মিক সম্পর্ক আছে। আমরা চাইলেই সে চলে আসবে। কিন্তু আগে তো বাজেট কেমন দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা দেখতে হবে। আপনি লোকাল প্লেয়ারদের পেমেন্ট পাঁচ দিন পর দিলেও সমস্যা নেই। কিন্তু বিদেশির পাওনা বিলম্ব করলে সমস্যায় পড়তে হবে।’

আবাহনীর রাজ্যে হানা দেওয়া বসুন্ধরা কিংস লিগে টানা পাঁচবার শিরোপা জিতেছে। কিন্তু এই মৌসুমে লিগে বাজে সময় পার করছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা, মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭।

এই পয়েন্ট ঘুচিয়ে শিরোপা জেতাটা কঠিনই বলা চলে কিংসের জন্য। তবে হাল ছাড়তে নারাজ তারা। সে জন্য মধ্যবর্তী দলবদলে ভালোমানের বিদেশি নেওয়ার সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণে একের অধিককে ছেড়ে দেওয়ার চিন্তা করছে তারা। ইতোমধ্যে ফ্রান্সের উইঙ্গার জারেদ খাসাকে বিদায় বলে দিয়েছে ক্লাবটি।

মধ্যমাঠের শক্তি বাড়াতে উজবেকিস্তানের আশরোর গফুরভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিংস। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুরোনো তারকাকে নতুন করে নিজেদের ডেরায় বসুন্ধরা যে আনছে, তা অনেকটা নিশ্চিত। একই সঙ্গে নাইজেরিয়ার ডিফেন্ডার ঈসাকে ছেড়ে দেওয়ার গুঞ্জনও উঠেছে। যদিও এখনই এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না ক্লাব কর্তৃপক্ষ। ‘যেহেতু উইন্ডোর মধ্যে খেলা, সেহেতু এই সময় একজন ফুটবলারকে পরখ করা যাবে। ইনজুরিতে পড়া কিংবা পারফরম্যান্স ডাউন হওয়ার ওপর নির্ভর করছে ওই প্লেয়ারকে রাখব নাকি ছেড়ে দেব’– বলেন কিংসের এক কর্মকর্তা।

লিগের শেষ ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে মোহামেডানও দ্বিতীয় পর্বে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চাইছে। রক্ষণের শক্তি বাড়াতে মোহামেডান দলে নিচ্ছে পুলিশ এফসির প্যারাগুয়েন ডিফেন্ডার আলেকজান্ডার মরেনোকে।

অন্যান্য ক্লাবের মধ্যে ফর্টিস ফুটবলও মধ্যবর্তী দলবদলে প্লেয়ার যোগ-বিয়োগ করতে যাচ্ছে। ইতোমধ্যে গাম্বিয়ান ওমার সারেকে ছেড়ে দিয়েছে ফর্টিস। তাঁর বিকল্প হিসেবে নাইজেরিয়ান এক ফুটবলারের সঙ্গে কথা চালাচালি হচ্ছে বলে বুধবার সমকালকে জানান ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব ল দ শ ফ টবল ফ টবল র

এছাড়াও পড়ুন:

‘ইনসাফ যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে’

জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনজন আত্মীয় কাজ করছেন বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু ইনসাফ চায়, ইনসাফটা যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে।’

শনিবার দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ কথাগুলো বলেন আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।

আসাদুজ্জামান বলেন, ‘আমরা বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছেন, ইউএনডিপিতে (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) শেখ রেহানার ছেলে ববি কাজ করছেন এবং ববির স্ত্রী কাজ করছেন মাইগ্রেশন অর্গানাইজেশনে। আমরা বলেছি এই নিয়োগগুলোকে পুনর্বিবেচনা করার জন্য।’ এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয় খোলা যায় কি না, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা যেন আরও বেগবান করা হয়—এসব বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বলেছেন বলে জানান তিনি।

আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের ঢাকা অফিস। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে এবি পার্টি ছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

১৩ মার্চ বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় দিনে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।

সম্পর্কিত নিবন্ধ