অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের রম্য গল্পের বই ‘শাপে বর’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মানব। অলংকরণ তাপস সরকার। দাম ১৬০ টাকা।

লেখক বলেন, ‘‘রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলে কি তাই ? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর পরতে পরতে। আর এই মজার হাটে যে যেমন খরিদদার সে সেটুকুই কেনেন। কেউ স্রেফ হাসেন, কেউ হাসতে হাসতে ভাবেন। কেউ আবার খুঁজে পান অমূল্য কিছু। এই বইয়ে রয়েছে পাঁচটি রম্যগল্প। টি-শার্ট, চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন ও শরতের একদিন। এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভাণ্ডার। গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং শেখায়।’’

তিনি আরও বলেন, ‘‘জীবন মানেই লড়াই। বিপদে, আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড় ‘শাপে বর’ আর কী হতে পারে !’’

আরো পড়ুন:

বইমেলায় শামস শাহরিয়ার রাফিদের কাব্যগ্রন্থ ‘সুখের সন্ধানে’

বইমেলায় এসেছে সৈকত সাহার গল্পগ্রন্থ ‘অন্তর্জল’

উল্লেখ্য,  কমলেশ রায়ের রম্যরচনায় ‘উইট’ আর ‘হিউমার’ মাখামাখি করে থাকে। পাঠকের হৃদয়কে যা হাস্যরসে ভরপুর করে তোলে। রম্যগল্প যারা ভালোবাসেন তারা অনায়াসে বইটি রাখতে পারেন পছন্দের তালিকায়। রকমারি ও পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ‘শাপে বর’ বইটি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য়

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৫৫ সদস্যের কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর ২৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের যুগ্ম আহ্বায়ক ও ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের সদস্য দেওয়া হয়।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সুদীর্ঘ এই সময়ে যারা দলের জন্য নিবেদিতপ্রাণ ছিল, সবাইকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদল আগামীর ইতিহাস রচনা করবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ফ্যাসিস্টের কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তর ইউনিট। গত আংশিক কমিটিতে সবার নাম আসেনি। এখন যেন সবাই ছাত্রদলের পরিচয় বহন করতে পারেন, সে জন্য সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ