শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে উদ্যাপন
Published: 13th, February 2025 GMT
প্রতিবছরের মতো এবারও গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২৫ উদ্যাপন করা হয়েছে। একই সঙ্গে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত ‘বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত’র ৭৩তম জন্মদিন উদ্যাপন করা হয়। ৯ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে প্রিয় প্রতিষ্ঠাতার প্রায় ১০০ রকমারি পোর্ট্রেট নিয়ে চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। পরদিন ১০ ফেব্রুয়ারি সকালে উত্তরা ৩ নম্বর সেক্টরে ‘ইমামুল কবীর শান্ত স্মৃতি মিউজিয়াম’ পরিদর্শন ও বিকেলে শ্যামলবাগ, উত্তরখানে ‘বীর মুক্তিযোদ্ধা মো.
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়রা অবমুক্ত, শান্ত-মারিয়াম একাডেমির শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জন্মদিনের কেক কাটা ও প্রিয় প্রতিষ্ঠাতার স্মরণে স্মৃতিচারণামূলক আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। ফিতা কেটে বিভিন্ন পর্বের অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনায় অংশ নেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ারের চেয়ারম্যান আহসানুল কবির, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার ও রিসার্চ সেন্টারের অধ্যাপক এম এ রশিদ ও সাহিত্যিক অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং মসজিদ ও মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করে দোয়া পরিচালনা ও বিভিন্ন দৈনিকে শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সকলে থামুন, এখানে বাঘের পায়ের ছাপ’, তারপর কী হলো
ভটভট শব্দে সচল হলো ট্রলারের ইঞ্জিন। বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির বনকর্মীদের সঙ্গী হয়েছি। গন্তব্য গহিন সুন্দরবন। হেঁটে হরিণশিকারিদের পেতে রাখা ফাঁদ উদ্ধার করবেন বনরক্ষীরা। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামের সহায়তায় দলের সঙ্গে আমার যাওয়ার সুযোগ হয়েছে।
সাতসকালে বনের মধ্যকার খাল দিয়ে এঁকেবেঁকে শিবসা নদীতে গিয়ে পড়ে ট্রলার। ভাটার টানে নদীর তীরে চর জেগেছে। ট্রলারে বসে একটু খেয়াল করলে বনের ভেতরটাও দেখা যায়। সকালের স্নিগ্ধ আলোয় হরিণের পাল ঘুরে বেড়াচ্ছে, দৌড়ঝাঁপ করছে বানরের দল। ট্রলারে দাঁড়িয়ে দলের অন্য সদস্যদের গন্তব্য ও করণীয় সম্পর্কে সংক্ষেপে ধারণা দেন দলনেতা ফরেস্টার সাবিত মাহমুদ। তিনি খুলনার কয়রার হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
শিবসা নদী ধরে ঘণ্টাখানেক ট্রলার চলার পর পৌঁছে গেলাম বনের একটি খালের মুখে। দুপাশে ঘন বন। সুন্দরী, কেওড়া, গেওয়া, বাইন, গোলপাতাসহ নানা জাতের গাছ। বনরক্ষীরা জানালেন, এটি ভারানীর খাল। যে খাল দিয়ে এক খাল থেকে আরেক খালে যাওয়া যায়, সেটাই ভারানীর খাল। এসব খালঘেঁষা বনেই বেশি ফাঁদ পাতে হরিণ শিকারিরা।
ট্রলারের ইঞ্জিন বন্ধ হলো। খালের পাড়ে একটি গেওয়াগাছে বাঁধা হলো ট্রলার। লাফিয়ে খালপাড়ের কাদাপানি মাড়িয়ে সবাই জঙ্গলে উঠলাম। বনভূমিজুড়ে শূলের মতো মাথা উঁচু করে আছে অসংখ্য শ্বাসমূল। তার ভেতর দিয়ে হরিণ চলাচল করেছে, তারই খুরের ছাপ। সেই ছাপ ধরে গহিন বনের মধ্যে অস্ত্রধারী বনরক্ষীদের সঙ্গে হেঁটে এগোতে থাকি। গাছপালাগুলো এতটাই ঘন যে কয়েক হাত দূরের কিছুও দেখা যায় না।
ঘন জঙ্গলের ভেতর দিয়ে শিকারির পেতে রাখা ফাঁদ খুঁজতে খুঁজতে এগোতে থাকেন বনরক্ষীরা। তাঁদের অনুসরণ করে হাঁটাও কঠিন। কারণ, শ্বাসমূল, আঠালো কাদা আর ঝুলে থাকা জটপাকানো লতাগুল্ম। এক হাতে ক্যামেরা উঁচিয়ে ধরে এর মধ্যেই এগিয়ে চলছিলাম। হঠাৎই জঙ্গলের ভেতর কিসের যেন শব্দ, মুহূর্তের জন্য থমকে দাঁড়াই। পরক্ষণেই দেখতে পেলাম, পাশের হেঁতালঝোপ দিয়ে একটি বন্য শূকর দৌড় দিল।
সুন্দরবনে গহিনে