মাসব্যাপী ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুহৃদ সমাবেশ। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরুর পর সুহৃদরা এই কার্যক্রম অব্যাহত রাখেন। কর্মসূচি উদ্বোধন করেন বারি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের অন্য উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা.

ফরিদ উদ্দীন খানসহ শিক্ষক প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম চলমান থাকবে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। এ অভিযান সবসময়ের জন্য চালু রাখতে হবে। যাতে এ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ময়লা-আবর্জনাগুলো যত্রতত্র না ফেলে ক্যাম্পাসে যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলব। এ জন্য আমাদের অভ্যাসের পরিবর্তন আনতে হবে। খাবারের পরিত্যক্ত প্যাকেট ও অন্যান্য বর্জ্য কেউ যেখানে-সেখানে ফেললে আমরা তখনই তার প্রতিবাদ করব। প্রয়োজন হলে আমরা ক্যাম্পাসে ডাস্টবিনের সংখ্যা বাড়িয়ে দেব।

অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ক্যাম্পাসে যেসব দোকান আছে এর আশপাশে প্লাস্টিক, পলিথিন প্যাকেট ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার দায়িত্ব এ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প আর কিছু নেই। এ সময় ক্যাম্পাসে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতেও তিনি আহ্বান জানান।

রাবি সমকাল সুহৃদ সমাবেশসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেয়। প্রশাসন ভবন চত্বর ছাড়াও তারা গ্রন্থাগার চত্বর, একাডেমিক ভবন ও আবাসিক হল এলাকা এবং রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করে।

এ সময় সমকাল সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এ পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহব্যাপী চলে এবং সুহৃদ সমাবেশের সদস্যরা 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপ চ র য

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মিজানুর রহমান বাদশা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর একটায় রাজধানীর বাড্ডা থানাধীন বিসমিল্লাহ আবাসিল হোটেলের সামনের রাস্তায় আন্দোলন করছিলেন ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৭)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৭ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় তার মামা মুহাম্মদ লুৎফর রহমান শেখ হাসিনাসহ ৩৭ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলাটি করেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

সম্পর্কিত নিবন্ধ