বইমেলায় শামস শাহরিয়ার রাফিদের কাব্যগ্রন্থ ‘সুখের সন্ধানে’
Published: 13th, February 2025 GMT
বইমেলায় প্রকাশ হয়েছে শামস শাহরিয়ার রাফিদের কাব্যগ্রন্থ ‘সুখের সন্ধানে’। এটি প্রকাশ করেছে ইতি প্রকাশন। প্রচ্ছদ করেছেন মশিউর রহমান। প্রকাশক মো. জহির দীপ্তি।
এই বইয়ের কবিতার প্রেক্ষাপট সম্পর্কে শামস শাহরিয়ার জানিয়েছেন, জীবনে আমরা কিসের আশায় বেঁচে আছি বা আমরা আসলে কি চাই? আসলে আমরা সবাই ই সুখের অনুসন্ধানে ব্যস্ত। জীবনে সফলতার মাপকাঠি সুখী হওয়া, যেটা অনেক সময় অনেক ধনী বা সফল হয়েও মানুষ পায় না। তাই আমাদের জীবনে সব আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে জীবনের প্রকৃত অর্থ খুঁজতে থাকা সে সকল মানুষের জন্য আমার লেখা বই 'সুখের সন্ধানে'।
আরো পড়ুন:
বইমেলায় এসেছে সৈকত সাহার গল্পগ্রন্থ ‘অন্তর্জল’
অনুবাদের দুটি আলাদা পথ রয়েছে: ফজল হাসান
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কামরাঙ্গীচরে ‘ব্লক রেইড’ অভিযানে গ্রেপ্তার ১৬
রাজধানীর কামরাঙ্গীরচরে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ অভিযান মাদক চোরাকারবারি, চুরি ও ছিনতাই মামলার ১৬ আসামিকে ঢাকা কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুম্মান, মো. আরিফ, আবু বক্কর, রবিন, আলমগীর হোসেন, আকতার হোসেন, আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার কামরাঙ্গীচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচর থানার চৌকস একটি দল অপরাধ প্রবন এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।
তিনি বলেন, আসামিদের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালতে তাদের কারাগারে পাঠানো আদেশ দেয়।