মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর রোমান নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, মরদেহটি আসলেই রোমানের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের একটি পুকুরে মরদেহটি ভেসে উঠে।

পুলিশ জানায়, সকালে একজনের বস্তাবন্দী মরদেহ ভেসে উঠলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পড়নে থাকা পোশাক দেখে মরদেহটি রোমানের বলে নিশ্চিত করে তার পরিবার।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এর আগে, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে নিখোঁজ হয় রোমান। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করে তার পরিবার। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু, তারপরও খোঁজ মিলছিল না রোমানের।

ঢাকা/রতন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

এবার রণবীরকে কটাক্ষ করলেন এ আর রাহমান

মুখচোরা স্বভাবের মানুষ এ আর রাহমান। বিতর্কিত বিষয় নিয়ে সচরাচর মন্তব্য করেন না অস্কারজয়ী এই সংগীত পরিচালক। তবে এবার এক মন্তব্য করে সবাইকে অবাক করে দিয়েছেন রাহমান। বিতর্কিত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে পরোক্ষভাবে বিঁধেছেন রাহমান।

আরও পড়ুনআপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর১২ ফেব্রুয়ারি ২০২৫

গতকাল বুধবার ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ছবি ‘ছাবা’র গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির সংগীত পরিচালক হলেন এ আর রাহমান। ‘ছাবা’ছবির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, পরিচালক লক্ষ্মণ উতেকর, প্রযোজক দীনেশ বিজন ও এ আর রাহমান।

এই অনুষ্ঠানে রাহমানকে ভিকি তিনটি ‘ইমোজি’ দিয়ে তাঁর সংগীতকে বর্ণনা করতে বলেন। তখন এই সংগীত পরিচালক তিনটি ‘ইমোজি’র মধ্য থেকে ‘মুখ বন্ধ’ রাখার ইমোজি বেছে নেন। তিনি আলতো হেসে মজার সুরে বলেন, ‘গত সপ্তাহে আমরা দেখেছি যে মুখ খুললে কী হয়।’

এ আর রাহমান

সম্পর্কিত নিবন্ধ